তুমি একজন, শুধু তুমি

তুমি অপ্সরা বা কোন চোখ ধাধানো সুন্দর,
একথা বলবো না কখনোই, সে হবে মিথ্যা,
আমি তোমাকে নিয়ে মিথ্যের বেসাতি বা
তোমাকে নিয়ে বলতে চাই না কোন গল্প।
তুমি তোমার মতো করে এসেছো,
আমি আমার মতো করে পেয়েছি তোমায়।

তুমি খুব সাধারন, একেবারে রবি ঠাকুরের
আটপৌরে নায়িকার মতো সাধারন,
সাধারন হবার সব কিছু নিয়ে তুমি হয়ে
গেছো একেবারে অসাধারন।
তুমি যতো ফিরিয়ে দাও আমায়,
ফিরিয়ে দাও আমার সীমানায়,
আমি ততোবার তোমার কাছেই
হই সমর্পিত, তোমাতেই আকন্ঠ।

তুমি খুব সহজেই বলে দাও,
সোজা কথায় জানিয়ে দাও,
তুমি কতো দুঃষ্প্রাপ্য,
তুমি কতোদুরের নক্ষত্র,
তুমি অই নীল আকাশ,
তুমি ধরাছোঁয়া ছাড়া এক পরশ পাথর।

তোমার বিশ্বাস অবিশ্বাসের দোলাচল,
কেঁপে উঠে আমার ধরিত্রী,
বন্দী করি আমি নিজেকে
নিষেধের অবিনস্ত্য বেড়াজালে।

জানি তুমি এক অধরা,
জানি তুমি এক শুধুই স্বপ্ন।
মাঝে মাঝে তোমার নিরবতা,
মাঝে মাঝে তোমার চুপ থাকা,
আমাকে করে তুলে এক বেপরোয়া
মাতাল, ভুলে যেতে থাকি নিজেকে,
ভুলে যেতে থাকি নিজের সীমানা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. ইলহাম : ১৯-০৮-২০১৮ | ১৭:০৩ |

    মাঝে মাঝে তোমার নিরবতা,
    মাঝে মাঝে তোমার চুপ থাকা,
    আমাকে করে তুলে এক বেপরোয়া
    মাতাল, ভুলে যেতে থাকি নিজেকে,
    ভুলে যেতে থাকি নিজের সীমানাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ১৯-০৮-২০১৮ | ১৮:০৪ |

    লেখায় তুমি একজন, শুধু তুমি কথাটা সার্থক হয়েছে কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ১৯-০৮-২০১৮ | ২১:৫১ |

    বক্তব্যের উপস্থাপন আমার কাছে চমৎকার লেগেছে প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  4. জাহিদ অনিক : ১৯-০৮-২০১৮ | ২৩:৩২ |

     

    তুমি সুন্দর যদি নাই নাহি হও
    তাই বলো কি বা যায় আসে,
    প্রিয়ার কি রূপ সেই জানে 
    যে কখনো ভালোবাসে। 

    GD Star Rating
    loading...
  5. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২০-০৮-২০১৮ | ৪:২৬ |

    তোমার বিশ্বাস অবিশ্বাসের দোলাচল,
    কেঁপে উঠে আমার ধরিত্রী,
    বন্দী করি আমি নিজেকে
    নিষেধের অবিনস্ত্য বেড়াজালে।

     

    * চমৎকার শব্দ চয়নে সুন্দর কবিতা…

    GD Star Rating
    loading...