আমাকে আর টানে না কোন ডাক,
কোন ইশারা বা কোন সবুজ আলো।
তোমার অন্তরজালের সবুজবাতি
সারাদিন, সারারাত জ্বলে থাকে।
তুমি ব্যস্ত থাকো তোমার প্রিয়জনের কথায়,
আমি সারাটা সময় চেয়ে থাকি।
চেয়ে থাকি সকাল থেকে রাত,
রাত থেকে ভোর, সময় চলে যায় এভাবেই।
মাঝে মাঝে খুব ইচ্ছে হয়
তোমার সাথে কি কথা, কি গান, কি তান বেজে যায়।
কি এমন যাদুতে তুমি ভুলে যাও আমার কথা,
ভুলে যাও ভালবাসার কথা।
রাত পার হয় জেগে,
ভোর আসে হাটি হাটি,
শুরু হয় আরো একটা একদিন।
কথা হয়, তাও একফোঁটা শিশিরের মতো
বিশাল জলরাশীর বুকে।
কত কথা থেকে যায় গভীরে,
কত কথা থেমে যায় কথার মাঝে।
অবহেলার পাহাড় জমে,
সমুদ্রের জলোচ্ছাসে
ভেসে যায়, না বলা কথা।
প্রতিদিনের অবহেলায় কুড়ে কুড়ে
খেয়ে যায় আমার বিশ্বাস অবিশ্বাস।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চমৎকার মি. কাজী রাশেদ। অভিভূত হলাম। ধন্যবাদ।
পবিত্র ঈদের কারণে এই সময়টায় সাধারণত নিত্য ব্লগিং এর ফ্লো'তে বেশ ভাটা পড়ে। মন্তব্য সংখ্যার বিবেচনায় নয়; আন্তরিকতার সাথে ব্লগ সক্রিয় রাখার আহ্বান জানাচ্ছি।
loading...
ভাল লিখেছেন কবি দা। সমকালীন কিছু লেখা উপহার দিন।
loading...
ভালো লাগলো,,,,অনেক সুন্দর লিখেছেন,,,,
loading...
কথা হয়, তাও একফোঁটা শিশিরের মতো
বিশাল জলরাশীর বুকে।
* কবিতা ভালো লেগেছে…
loading...
আমি মুগ্ধ আর কৃতজ্ঞ হয়ে যাই আমার কবিতায় মন্তব্য করা দেখে। আমি কৃথার্থ আপনাদের সবার কাছে
loading...