মৃত্যু

মৃত্যু এমন একটা শব্দ এই শব্দ শুনে যারা ভয় পায় তারা আসলেই মৃত এমনকি তারা নিজের জীবন নিয়ে নিজেকে বিভক্ত রাখে। যখন আমরা জন্মগ্রহণ করেছি ঠিক তখনই আমাদের মৃত্যুর কারণ ও সময়ও লেখা হয়ে গেছে । শুধুমাত্র আমাদের না জানার মধ্যে আছে আমরা কোথায় কখন কিভাবে মারা যাবো। কিন্তু আমাদের সব সময় প্রস্তুত থাকা উচিত এই ভেবে যে আমরা যেকোন সময় মারা যাবো।

মৃত্যুর ভয়ে বেঁচে থাকাটা সত্যিকারের বেঁচে থাকা নয়। বেঁচে থাকাটা হলো মৃত্যুকে জয় করা। আমরা কে কখন কোথায় কিভাবে মারা যাবো অসুস্থতায় মারা যাবো নাকি দুর্ঘটনায় আত্মহত্যায় নাকি খুন হবো এটা কিন্তু আমরা জানি না আমরা শুধু জানি যেভাবেই হোক আমরা উত্তরাধিকারসূত্রে মৃত্যুর স্বাদ গ্রহণ করবো্ মৃত্যুর স্বাদ কেউ এড়াতে পারবেনা।

কিন্তু আমরা যদি খুন হই বা অন্য কারো শত্রুতার কারনে আমাদের মৃত্যু হয় তাহলে তার সেই কর্মের প্রতিক্রিয়া সেই ব্যাক্তি কিম্বা সেই সব পক্ষগুলোর পক্ষে এর দায় এড়ানো সম্ভব না। এমনকি যদি আমার কারনে কারো মৃত্যুও হয় তা আমার জীবনে একটা আঁচর কেটে যাবে এবং নিজের বিবেকের কাছে থেকে কখনোই আমি নিজেকে মুক্ত করতে পারবো না।

আমরা বলি লোকটা হুট করেই মারা গেলো কিন্তু মৃত্যু কখনোই হুট করে আসেনা মৃত্যু তার নির্দিষ্ট সময়েই আসে কারণ আমরা জন্মের সময়ই আমরা মৃত্যুর হুলিয়া মাথায় নিয়েই পৃথিবীতে এসেছি।

মৃত্যু তো হলো সেই ঘটনা যা আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই যার সম্মুখীন হই। একটা নির্দিষ্ট সময় না আসা পর্যন্ত এটি আমাদের সামনে আসেন। মৃত্যুর ভয়ে বেঁচে থাকাটা আসলে বেঁচে থাকা নয়। তাই মৃত্যুকে ভয় না করে মৃত্যুকে আলিঙ্গন করার সাহস সঞ্চয় করতে হবে। কে জানে আমি কখন মারা যাবো আজ নাকি কাল নাকি বার্ধক্যের পরে? মৃত্যুর ভয়ে বেঁচে না থেকে মৃত্যুকে আলিঙ্গন করার সাহস রাখা ভালো।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
মৃত্যু, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০২-১০-২০২২ | ১১:৩০ |

    কে জানে আমি কখন মারা যাবো আজ নাকি কাল নাকি বার্ধক্যের পরে? মৃত্যুর ভয়ে বেঁচে না থেকে মৃত্যুকে আলিঙ্গন করার সাহস রাখা ভালো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ০৩-১০-২০২২ | ৬:২৮ |

    বাহ
    সুন্দর লেখনশৈলী।

    GD Star Rating
    loading...