স্বাধীনতা !
পেয়েছো কি তুমি পূর্ণতা
নাকি আজো সংবিধানেই আটকা ৷
কোথায় তুমি স্বাধীনতা ?
এদিক ওদিক কৈ আমি তো দেখছিনা,
নাকি বুক সেল্ফে দিয়েছো গা ঢাঁকা ৷
স্বাধীনতা
তুমি কি সেই স্বাধীনতা
আছে যার একঝুড়ি বীরত্বগাথা
যে ঋন কোনদিন শোধতো হবার না ৷
স্বাধীনতা আমি চাই সেই স্বাধীনতা
শৃংখল থেকে মুক্তি পাওয়া সেই স্বাধীনতা
স্বাধীনতার নামে উশৃঙ্খলতা
না চাই না আমি সেই স্বাধীনতা ৷
স্বাধীনতা !
তোমার বুকে আজও ঘোরে সেই শকুনেরা
আমার মা,বোন যাদের কাছে হয়েছিলো ধর্ষিতা ৷
স্বাধীনতা
আমি চাই সেই স্বাধীনতা
যে দেবে আমায় ঘরে ফেরার পূর্ণ নিশ্চয়তা ৷
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
যে ঋন কোনদিন শোধতো হবার না … স্বাধীনতা আমি চাই সেই স্বাধীনতা।
loading...
সেই স্বাধীনতাই কাম্য
loading...
আন্তরিক ধন্যবাদ প্রিয়জন
loading...
শিল্পসম্মত মনোভাবের প্রকাশ, ভালোই ।
loading...