মানুষের মতো দেখতে

আমি দেখতে অবিকল মানুষের মতো
কিন্তুু সত্যিই কি আমি মানুষ ?
না !
আজও আমি মানুষ হতে পারিনি
কিন্তু ! আশ্চর্যের বিষয় হলো,
মানুষের তকমাটা ঠিকই আমি বগলদাবা করেছি ৷

আমি আসলে মানুষের মতোই দেখতে
তাই সবাই আমাকে মানুষই মনে করে,
আর সকাল সাঁঝে কুর্ণিশ করে চলে,
কিন্তু ওরা জানেইনা মানুষের মুখোশে অন্য মানুষ আমি ৷

মানুষের মুখোশে এক প্রতারক খুনি আমি
তোদের সরলতায় তোদের প্রতারিত করি
বিশ্বাসের সাথে অবিশ্বাসের খেলা খেলি
আর সুযোগ বুঝেই চালিয়ে দেই ছুড়ি ৷

মানুষের মতো দেখতে হলেও, আমি কিন্তু ধর্ষক
নারীর সুঢেল বক্ষপিঞ্জর দেখলে
ধর্ষক আত্মা আমার জেগে ওঠে
আমার নির্লজ্জ চোখ ওকে ভোগ করে
আমার বিষাক্ত লালায় প্রতিনিয়ত ওকে ধর্ষিত হতে হয় ৷
তবুও মানুষের মুখোশে আমাকে মানুষই মনে হয় ৷

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৪-০৩-২০১৯ | ৭:২০ |

    আমি দেখতে অবিকল মানুষের মতো
    কিন্তুু সত্যিই কি আমি মানুষ ?
    না !
    আজও আমি মানুষ হতে পারিনি
    কিন্তু ! আশ্চর্যের বিষয় হলো,
    মানুষের তকমাটা ঠিকই আমি বগলদাবা করেছি ৷ Frown

    GD Star Rating
    loading...
  2. নিতাই বাবু : ১৪-০৩-২০১৯ | ১২:৩৩ |

    আমি এখনো মানুষ হতে পারিনি । সত্যিকার মানুষ হওয়ার চেষ্টাও করি না। আমি মানুষ নামের নরপশুয়েই রয়ে লেলাম।

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ১৪-০৩-২০১৯ | ২১:৫৯ |

    আপনার কবিতার অনুভব এবং প্রকাশ অসাধারণ স্বতন্ত্র কবি মোস্তাক ভাই।

    GD Star Rating
    loading...
    • কাজী জুবেরি মোস্তাক : ১৫-০৩-২০১৯ | ২২:০৬ |

      ধন্যবাদ দাদাভাই দোয়া করবেন এভাবেই যেনো লেখতে পারি 

      GD Star Rating
      loading...
  4. রিয়া রিয়া : ১৪-০৩-২০১৯ | ২২:৩৯ |

    মানুষের মুখোশে এক প্রতারক খুনি আমি
    তোদের সরলতায় তোদের প্রতারিত করি
    বিশ্বাসের সাথে অবিশ্বাসের খেলা খেলি
    আর সুযোগ বুঝেই চালিয়ে দেই ছুড়ি৷ https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_sad.gif

    GD Star Rating
    loading...