ধর্ষিতার নীরব চিৎকারে আজ প্রকম্পিত বাতাস,
আর কতো তনু বিউটিদের হতে হবে এমন লাশ ?
অসহায় পিতামাতার সম্বল আজ শুধুই দীর্ঘশ্বাস ৷
ধর্ষকের কাঁধেই কাঁধ মিলিয়ে দিব্যি আছে সমাজ,
সাধের গণতন্ত্রে আজ চলছে শুধু ধর্ষকেরই রাজ
আর অসহায় ধর্ষিতার মাথায় শুধু কলঙ্কের বাজ ৷
স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা সে আজ কোথায়?
নীতিকথা সেও আজ মোটা মানিব্যাগে মুখ লুকায়
আইন সেতো বন্দী আছে ঐ ক্ষমতাধরের জিম্মায় ৷
গণতন্ত্র ? তাকেতো দেখি আজ সংবিধানে আটকা,
আর স্বাধীনতা ? সেও আজ একটা বাক্সবন্দী প্রথা,
মনুষ্যত্ব আজ মুখ থুবরে পড়ে থাকা এক নীতিকথা ৷
প্রতিনিয়তই ধর্ষণ হচ্ছে আমার সোনার বাংলাদেশ,
এ যেনো সেই একাত্তরের পাকিস্থানী হায়েনার বেশ
জাতি তুমি কতো লুকাবে প্রিয় পতাকায় তব ক্লেশ ?
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা সে আজ কোথায়?
নীতিকথা সেও আজ মোটা মানিব্যাগে মুখ লুকায়
আইন সেতো বন্দী আছে ঐ ক্ষমতাধরের জিম্মায় ৷
এমন হলে দেশ ও জাতির ভাগ্য কখনও পরিবর্তন হবে না।
loading...
জ্বী দাদাভাই
loading...
দেশের ক্ষমতায় যারা রয়েছেন তারা যখন নিজেদেরকে সর্বময় ক্ষমতাশীল মনে করবে, সেটা হবে ভুল। জন মানুষের প্রতিনিধিত্ব না থাকলে প্রকৃত গণতন্ত্রের স্বাদ জাতি কখনই পাবে না। মানুষ কথা বলতে ভুলে গেলে জন বিপ্লবও ঘটবে না। জাতির দূর্ভাগ্য।
loading...
জ্বী দিদিভাই
loading...
যতক্ষণ আমি এবং আমার আশেপাশের সবাই মেনে নেয়ার মানসিকতা থেকে না বেরুচ্ছি, প্রতিবাদ না করতে পারছি … আমাদের নিয়তি এমনটাই থেকে যাবে।
loading...
জ্বী মুরুব্বী
loading...