চেনা শহরের গল্প

চিরচেনা এ শহর আজ থেকে আর আমার না
এখানে আজ বসত করছে মানুষরুপী হায়েনা ,
যে শহরে অলিগলিতে বসে মাদকের আস্তানা
সে শহরে আমি বেমানান; সে শহর আমার না ৷

মানবতার পিয়াসী আমি;মানবতা খুঁজে ফিরি
এশহরে রোজই দেখি মানবিকতার ছলচাতুরি ,
ফেসবুক;টুইটারে জুড়ে শুধুই কথার ফুলঝুড়ি
অথচ বাস্তবতায় মিলছেনা কোনই কানা কড়ি ৷

আমার শহরে আমি যেনো হয়ে গেছি পরবাসী
নীতিহীনদের রাজনীতি আজ হয়েছে সর্বগ্রাসী ,
মনুষ্যত্বের মুখোশে শুধুই হায়েনাদের অট্টহাসি
তবুও এখানে আজও আমি মানবতার পিয়াসী ৷

মানুষের ভেতরের মানুষ আজ;যেনো প্রায় মৃত
মনুষ্যত্ব আর বিবেকবোধ সবই আজ ভুলুন্ঠিত ,
মুখোশের ভিড়ে মানুষ খুঁজে হয়েছি আমি ক্লান্ত
মাঝেমাঝে মুখোশ দেখেও হয়ে যাই দিকভ্রান্ত ৷

এ শহর আজ যেনো কোন অন্ধকার মৃত্যুপুরী
মানুষ মরছে;মনুষ্যত্ব হারাচ্ছে;নীতি হচ্ছে চুরি ,
প্রবীণালয়ে বৃদ্ধ মাতাপিতা করছে আহাজারী
হতভাগা আমি সে শহরে মানবতা ফেরি করি ৷

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৭-১০-২০১৮ | ৮:৩০ |

    সমসাময়িক এই কবিতাটির উল্লেখ করার মতো কোন দ্বিদল লাইন ধরে টানাটানি করার প্রয়োজন নেই। পুরো কবিতাটিই আমার কাছে ভালো লেগেছে। কননা চেনা শহরের গল্পই আমাদের শহর। শুধরাবার নয়। এইসব নিয়েই আমাদের দিনরাত্রি। চলছে।  

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ১৭-১০-২০১৮ | ২১:১২ |

    চেনা শহরের গল্প আমাদের নৈমিত্তিক জীবনের নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। ভাল থাকবেন কবি। শুভরাত্রি।

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ১৭-১০-২০১৮ | ২২:১৪ |

    মানুষের ভেতরের মানুষ আজ; যেনো প্রায় মৃত
    মনুষ্যত্ব আর বিবেকবোধ সবই আজ ভুলুন্ঠিত,
    মুখোশের ভিড়ে মানুষ খুঁজে হয়েছি আমি ক্লান্ত
    মাঝেমাঝে মুখোশ দেখেও হয়ে যাই দিকভ্রান্ত ৷ https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...