যেদিন তর্জনী উঠবে

আমার পক্ষেও একদিন তর্জনী উঠবে
রাস্তার মোড়েও সেদিন পিকেটিং হবে,
ছাত্র জনতা মিলে রাজপথ দখল নিবে
ঝড়ো স্লোগানে চারিদিক মুখরিত হবে ৷

আমার পক্ষেও একদিন কেউ দাঁড়াবে
কাঁধে কাঁধ রেখে প্রতিবাদী হয়ে উঠবে,
ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে পাশে দাঁড়াবে
ন্যায়ের পক্ষে বুকটা টান করে দাঁড়াবে ৷

আমার পক্ষেও একদিন ওরাই লিখবে
যে কলম আজকে ভয়ে পকেটে আছে,
সংবাদপত্র সেদিন আবারো সরব হবে
টিভি রিপোর্টাররাও ছুটে চলে আসবে ৷

আমার জন্যও কোন মা সিজদায় রবে
আবার কোন মা ঠাকুর ঘরে পড়ে রবে,
কেউ রোজা রবে ,কেউবা রাখি বাঁধবে
জয়ীও হবো ওদেরই দোয়া আশির্বাদে ৷

একদিন ওরা ঠিক সংগ্রামী হয়ে যাবে
দেয়ালে দেয়ালে গ্রাফিতি জ্বলে উঠবে,
অন্যায়ের প্রতিবাদী হয়ে দাঁড়িয়ে যাবে
নিজের অধিকারও আদায় করে নিবে ৷

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৭-০৯-২০১৮ | ২০:২৩ |

    'একদিন ওরা ঠিক সংগ্রামী হয়ে যাবে
    দেয়ালে দেয়ালে গ্রাফিতি জ্বলে উঠবে,
    অন্যায়ের প্রতিবাদী হয়ে দাঁড়িয়ে যাবে
    নিজের অধিকারও আদায় করে নিবে ৷'

    জনমনের অধিকার ভাষা এই রকমই। আপনি শব্দে সার্থক রূপান্তর করেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ২৭-০৯-২০১৮ | ২১:১৭ |

    ঝড়ো স্লোগানে চারিদিক হোক মুখরিত। যখন গণতন্ত্র হরণ করা হবে। আপনার জন্য শুভকামনা দাদা। 

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ২৭-০৯-২০১৮ | ২২:৪৫ |

    বাকি পথের শুভেচ্ছা রইলো কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  4. নাজমুন : ২৭-০৯-২০১৮ | ২৩:০৯ |

    হুম আমাদের সংগ্রাম চলবেই —- 

    শুভেচ্ছা রইলো । 

    GD Star Rating
    loading...