আমার চাওয়া

বুক সেল্ফে বন্দী পড়ে থাকা গণতন্ত্র আমার চাইনা
যে গণতন্ত্রর মুখোশে স্বৈরাতন্ত্রর বাস তাকে চাইনা
বুক ফুলিয়ে যে গণতন্ত্রে কথা বলা যায় তাকে চাই।

পর্দার আড়ালে বিদ্রোহী কবিতা আবৃতি করবোনা,
জনমঞ্চে দাঁড়িয়ে পাঠ করতে চাই বিদ্রোহী কবিতা
আজকে আমি আমার বাকস্বাধীনতার মুক্তি চাই।

রাজনীতির পকেটে বন্দী গণতন্ত্রকে অামার চাইনা
হাতে-পায়ে শেকল জড়ানো কথিত গণতন্ত্র চাইনা
মুক্ত বিহঙ্গের মতো সতন্ত্র হয়ে উড়ার গণতন্ত্র চাই।

যে সংবিধান স্বাধীনতার মুক্তি দেয়না তাকে চাইনা
যে সংবিধান রাজনেতার হয় জনতার না তা চাইনা
আমার সংবিধানে আমার জন্য বলার ক্ষমতা চাই।

যে আইন দূর্বলের না হয়ে সবলের হয় তাকে চাইনা
ক্ষমতা অার টাকায় বিক্রি হওয়ার আইনও চাইনা
আমার আইন সেতো ভরসা ও আস্থার হওয়া চাই।

আমার দুর্বলতাকে পূঁজি করে দুর্নীতি হতে দেবোনা
আমার ন্যায্য হিস্যায় অনিয়ম হবে তাও মানবোনা
দুর্নীতিহীন অধিকারের প্রাপ্যতা নিশ্চিত হওয়া চাই।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৩-০৯-২০১৮ | ৭:২১ |

    আমাদের এই নাগরিক চাওয়ার প্রাপ্তি; অধরাই রয়ে যাবে কিনা জানিনা। তবু আমরা চাই। আমিও চাই। শুভ সকাল কবি।

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ০৩-০৯-২০১৮ | ১০:১১ |

    শুভ কামনা কবি দা

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ০৩-০৯-২০১৮ | ১২:১৮ |

    খুবই সুন্দর কবি দা। আমাদের চাওয়া গুলোন তার মূল্য হারাচ্ছে।

    GD Star Rating
    loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ০৩-০৯-২০১৮ | ২১:১৪ |

    বাহ্ কবি ভাই। কবিতাটি পড়ে মুগ্ধতা রাখছি। আদাব।

    GD Star Rating
    loading...
  5. শাকিলা তুবা : ০৩-০৯-২০১৮ | ২২:১৬ |

    সুন্দর।

    GD Star Rating
    loading...