এখন কিছু করতে হবে
এখন কিছু করতে হবে,
যা দিয়ে সম্মান পাবে আর মান রবে,
শ্রেষ্ঠ হবে, আরও হবে শৌখিনতার।
পড়তে হবে, করতে হবে পড়া শোনা,
ভুলতে হবে, ছাড়তে হবে আনা গোনা,
শান্তি পাবে, আর সুখ হবে, জীবনভর।।
খুঁজতে গেলে সার্থকতা,
যতই আসুক বাঁধা বিপদ ভুলে যাও সব ব্যর্থতা,
গড়তে গেলে জীবন টা।
কোথায় বিপদ, কোথায় বাঁধা?
কোথায় কঠিন, কোথায় কাদা?
সবইতো শূন্য হবে, যদি কাজে লাগায় সময়টা।।
যতই দেখ সাফল্যে,
কিছু কিছু নামের মূল্যে,
বেশির ভাগই চলছে দেখ
পড়াপড়াপড়া।
বিনা মূল্যে যান কিনে!
জ্ঞান হীনে শিক্ষা বিনে,
জীবন পথে চলতে দেখ লাগে কড়াকড়াকড়া।।
মন না খাটিয়ে চিন্তা করে,
ব্যর্থতায় পড়ে রবে কি সারাজীবন ধরে?
দূর কর এই সব ভুল।
মনকে নিয়ে জ্ঞান সাজে,
আসল কথায় ঢাক বাজে,
সাফল্যের তালাতে অধ্যাবসাই মুল।।
ভাঙছ কেন্ মনের জোর? উড়ছ কেন্ আকাশে?
হতাশ কেন্ সামান্য একটু ফোকাসে?
আজেবাজে বাদ দিয়ে ভারী কর অধ্যাবসায়ের পল্লাকে।
একটা কথা ভুলনা,
জীবনটাকে পাপের জলে গুলনা,
স্মরণ করিও আল্লাহ্কে!!
loading...
loading...
আজেবাজে বাদ দিয়ে ভারী কর অধ্যাবসায়ের পল্লাকে।
… সময়ের আহবান। শুভসকাল কবি।
loading...
শুভেচ্ছা রইল!
loading...
জ্ঞানের বিকল্প নেই। বড় হতে হলে এবং সমাজে অবস্থান ধরে রাখতে চাইলে সত্য-শিক্ষা নিতেই হবে কালাম ভাই।
loading...
ধন্যবাদ!
loading...
নিশ্চয়ই এখন কিছু করতে হবে কবি দা। আপনার জন্য শুভকামনা।
loading...
ধন্যবাদ!
loading...