ভয়

ভয়

এবার বুঝি মনে হয় হয় হয়!!
আশ দেখে -পাশ দেখে, দিন দেখে -রাত দেখে
মনে আসে ভয় ভয় ভয়!!

এ যে আমি কোন পাড়ায়?
চলি আজও কারবা সাঁড়ায়!
মানুষেই এখন মানুষ গড়ায়!
ব্যাস্ত সবে দাঙ্গা লড়াই

আমি তো সবচেয়ে কঠিন ইস্পাত! সহজে নেই তো মোর ক্ষয়!!
সময় এসেছে ঘনিয়ে, মনে মোর সন্দেহ হয়!

ধ্বংস হব আমি আজ মোর নিজ অস্ত্রাঘাতে!
জয় কার, হাসা হাসি কার সুখ শান্তিইবা কার বিচলিত আজ কে তাতে?

বলে চলেছি শুধু আজ মোরা হায় হায় হায়!
হইয়াছে মাথা হেট, খুঁজিয়া বেড়ায় বাঁচার উপায়!
প্রশ্ন জাগে মনে কেন মোরা আজ দূর্যোগ আর চরম বিপর্যয়ের কূলে!
ঝলমলে উত্তর, মোরা গেছি কোরান-সন্নাহ ভুলে!
কোরান- সুন্নাহ ভুলে!
মোরা এসেছি কোন কূলে!

করিতেছি কারবা মোরা জয়!
আশ দেখে -পাশ দেখে, দিন দেখে-রাত দেখে মনে আসে ভয় ভয় ভয়!
কে যেন মোদের করিয়া দিয়াছে সাবধান!
আর দিয়েছে এক মধূর নিয়ম নীতির বিধান!
যা মোরা আজও আছি ভুলে।
মোরা এসে পড়েছি কোন্ কূলে?

দেশের ভয়ে দশের ভয়ে করব মোরা কি?
যে ভয় দরকার তাতো মোরা ভুলে গিয়েছি!
শেষ তো হব না, ব্যাস্তও হব না দেশের-দশের ভয় দেখে!
পথ চলব, কাজ করব, বিদায় নেব কেবলি মনে আল্লাহর ভয় রেখে!!

_____________________
সাহাবান চক, বেদরাবাদ, মালদা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. রিয়া রিয়া : ১৮-১১-২০১৮ | ২১:২৫ |

    আমি তো সবচেয়ে কঠিন ইস্পাত! সহজে নেই তো মোর ক্ষয়!!
    সময় এসেছে ঘনিয়ে, মনে মোর সন্দেহ হয়!

    সন্দেহ মুছে দিয়ে এগিয়ে চলুন কবি দা। জয় নিশ্চিত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • কালাম হাবিব : ১৮-১১-২০১৮ | ২১:৪৮ |

      মুগ্ধ হলাম প্রিয় কবি!

      শুভেচ্ছা জানাই! 

      GD Star Rating
      loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ১৮-১১-২০১৮ | ২১:৩২ |

    শেষ তো হব না, ব্যাস্তও হব না দেশের-দশের ভয় দেখে!
    পথ চলব, কাজ করব, বিদায় নেব কেবলি মনে আল্লাহর ভয় রেখে!!

    শুভেচ্ছা প্রতিক্ষণ ভাই কালাম হাবিব। এগিয়ে চলুন। আমার ভালোবাসা থাকবে। Smile 

    GD Star Rating
    loading...
    • কালাম হাবিব : ১৮-১১-২০১৮ | ২১:৫০ |

      মুগ্ধ হলাম প্রিয় কবি আপনার মন্তব্যে!

      শুভেচ্ছা রইল কবির প্রতি! 

      GD Star Rating
      loading...
  3. মুরুব্বী : ১৮-১১-২০১৮ | ২১:৩৬ |

    মনের ভয় দূর করুন। সৃষ্টিকর্তার প্রতি আস্থা রাখুন। জয় সুনিশ্চিত মি. কালাম হাবিব।

    GD Star Rating
    loading...
    • কালাম হাবিব : ১৮-১১-২০১৮ | ২১:৫১ |

      ধন্যবাদ প্রিয়কবি!

      শুভকামনা করি!

      GD Star Rating
      loading...