কিছু বিবর্ণ ভালোবাসা চড়া দামে বিক্রির আশায়
গোল্ড প্লেট হয়েছিলাম, ক’দিন বেশ চিকচিকে রোদ
বড়ো অদ্ভুত; লাগসই প্রেম খাতির করেনি, এখন
সুপ্রভাও ক্ষণপ্রভা, রাস্তার সস্তা শব্দেরা গিলে খেতে
চায় তিন অবস্থা- কঠিন, তরল এবং বায়বীয়!
একদিন গান পাউডারে মন পুড়ে কয়লা হয়েছিলো
সেই পোড়ামন জোড়া লাগেনি, অস্তগামী সূর্যের মতো
এর কোনো উত্তাপ নেই; ভালোবাসা তখন কেবলই
যদি, কেউ আছো? দাঁড়ি, কমা, কোলন, সেমিকোলন;
শোধ নিবে, নয়ত শোধ দেবে; আমিও উৎরে যেতাম
পুরুষ ভাবনার নারী ও নদী!
এখন ফেলে আসা দিন, রোজই চতুর্থ পুরুষ হয়;
বিবর্ণ রোদ তবুও কিছুটা উষ্ণতা ফেরি করে, জীর্ণশীর্ণ
আবেগ আর ঝুঁকি নিতে সাহস পায় না, সতর্ক প্রহরায়
তটস্থ থাকে নৈঃশব্দের বাতিঘর, কেবল পেছনে ফেনা
হয় নির্ঝরের নির্জনবাস; মাল্টিপল স্কেরোসিসে আক্রান্ত
সময় কোনো কথা বলে না, বলতে পারে না!
তবুও ভালোবাসাহীন আমাকে আমি নিজেই চিনি না!
loading...
loading...
প্রিয় কবি, শুভ কামনা সবসময়
loading...
সময় কোনো কথা বলে না, বলতে পারে না!
তবুও ভালোবাসাহীন আমাকে আমি নিজেই চিনি না!
loading...