রাস্তার একপাশে মাথা নিচু করে হাঁটছিলাম
আমার সাথে হাঁটছিল একাকি ষোড়শী চাঁদ
হাঁটছিল আদমসুরত, সপ্তর্ষিমণ্ডল ওরাও..!
কেউ কোনো কত্থা বলছিলাম না.. না আমি
আর না ওরা; প্রহরের পর প্রহর শুকোয়
আচানক কথা বলে উঠে একটি গাছের গোড়া!
ইদানিং পাতাঝরার মতোন মানুষও ঝরে যায়
আকস্মিক উল্কাপাতের মতোন….
একবার মাটিতে গড়ালে আর কিছুই নাই!
তবু্ও প্রতিদিন হালনাগাদ করি জীবনের খাতা
কেবল ভুলে যাই জীবন মানে শুধুই ঝরাপাতা!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
ঝরাপাতার গান,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
তবু্ও প্রতিদিন হালনাগাদ করি জীবনের খাতা
কেবল ভুলে যাই জীবন মানে শুধুই ঝরাপাতা!
loading...
অনন্য প্রকাশ কবি
loading...