সে এখন না নদী, না নারী

গল্পহীন নদীটার কথা অনেক অনেকদিন বলা হয়নি
সে এখন না নদী আর না নারী
অথচ একদিন সে কতো লাবণ্যময় কবিতা ছিলো!

শীতলপাটির মতো প্রাণের উপর প্রাণ বিছিয়ে দিতো
তার শব্দেরা মৌমাছির আজন্ম গুনগুন হতো
সেও ছিলো টুকটাক কোনোএক অলৌকিক জীবন;
সেখানেও তামাশার রাত কোনোদিন শেষ হতো না
অবলীলায় হারিয়ে যেত নদী অথবা নারীর মন!

আর আজকাল নাবিক ছাড়াই দিনকাল চলে যায়
সেই রাতের কথা আজ আর তোমায় নাই বা বলি
জানো, রাজনীতি এখন সবাই কম-বেশি বুঝে..বিষ
অথবা খোলা জানলার ধারের দোয়েলের শিস।

তবে সবাই আমার মতোন রাতকানা, দিনকানা,
ডানকানা, বামকানা নয়… দৈনিক হিসাবের মিল
কোনটা চিল আর কোনটা শকুন অন্তত বুঝতে পারে;
কেবল আমিই শুধু থেকে গেছি সে-ই বোকা বোকা
কবিতার রাজ্যপাট অনেক আগেই চুকিয়ে দিয়েছি
তবুও বিনিময়ে বিনিয়োগ যা পেয়েছি সবই ধোঁকা!!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
সে এখন না নদী, না নারী, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৬-০৭-২০২২ | ১৮:৩২ |

    কেবল আমিই শুধু থেকে গেছি সে-ই বোকা বোকা
    কবিতার রাজ্যপাট অনেক আগেই চুকিয়ে দিয়েছি
    তবুও বিনিময়ে বিনিয়োগ যা পেয়েছি সবই ধোঁকা!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    GD Star Rating
    loading...