তালগাছ

2021071

কী অমন হেতুপদ, নিজেকে ভাবছ অতোটা উঁচু
তুমি বৃষ্টিস্নাত তালগাছ হও অথবা লতানো কিশলয়
ভেবো দেখো… একদিন তুমিও অংকুর ছিলে ইশ
ছিলে চালহীন-চুলোহীন, মুণ্ডহীন লাওয়ারিশ!

অতঃপর উর্বর হয় কোন এক বন্ধ্যা রমণীর যোনী
স্বরবৃত্ত ছন্দে ঢাক ঢোল পিটিয়ে বসে একদিন হাটবার
সেই অস্থি, চর্মহীন লোলুপ রক্ত পিণ্ডটি
এখন দোল খায় দোলনা
প্রজ্ঞা ও সংজ্ঞার মিছিলে যোগ হয় নব দ্যোতনা!

এখন তুমি রাজর্ষি, কালকেতু উদ্ধত তোমার চলা
ঝাঁকড়া চুলে কথায় কথায় মাংসাশী কথা বলা
উলঙ্গ দেবদারুর মতোন
বলিহারি রাজঘোটকের মতোন ঠাট
পোয়াবারো সময়ের চক্রব্যুহে বল্গাহীন নামতার পাঠ!

বুঝতে পার? কেড়ে নিয়েছ সকল ঠিকানার ঘাট
মনে রেখো… আবার জমবে মেলা
পাকবে মাটির দলা দিতে হবে উড়নচণ্ডী সময়ের হিসাব।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০১-০৮-২০২১ | ১৮:৫১ |

    বুঝতে পার? কেড়ে নিয়েছ সকল ঠিকানার ঘাট
    মনে রেখো… আবার জমবে মেলা
    পাকবে মাটির দলা দিতে হবে উড়নচণ্ডী সময়ের হিসাব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ০২-০৮-২০২১ | ৯:৩৫ |

    চমৎকার অনুভূতির উপস্থাপন।

    GD Star Rating
    loading...