ছড়া পড় জীবন গড়
ছড়া পড় ছড়া লেখ
ছড়া সত্য বলে
আঁকাবাঁকা চেনে না
সরল পথে চলে।
ছড়ার দেশে নগদ মজা
স্বপ্ন চোখে ভাসে
প্রজাপতি আর মৌচিরা
নাচতে নাচতে আসে।
ছড়ার মাঝে ডুব দাও
ভুবন ঘুরে আস
দু’চোখেতে স্বপ্ন সাজাও
দেশকে ভালোবাস৷
ছড়ার মতো সুন্দর হও
ফুলের মতো পবিত্র
কে জানে না মানুষেরা
সবার চেয়ে বিচিত্র!
তাই বলি তোমরা সবে
মজার ছড়া পড়
সত্য, ন্যায়ের ঢাল ধরে
সুন্দর জীবন গড়!
———————
নদী নামের সেই মেয়েটা
নদী নামের সেই মেয়েটা
বেজায় পিয়াস তার
কয়েক ঘটি জল পানেও
তৃষ্ণা যায় না যার!
খালের কাছে বিলের কাছে
জল জামানত চায়
আকাশ পানে চেয়ে থাকে
বাজবে কখন সানাই!
সেই মেয়েটার জলের নেশা
আর যে যায় না
ফুলের কাছে পাখির কাছে
জানায় বায়না!
সেই মেয়েটা চাতক হলো
দুঃখ হাজার বুকে
মানুষ নামের অমানুষেরা
থাকবে কি সুখে?
—————————-
সেই ছেলেটি স্বপ্নবাজ
সেই ছেলেটি ভালো ছিলো
কেমনে চোরের তকমা পেলো?
সেই ছেলেটি স্বপ্ন বাজ
একদিন মাথায় পড়লো বাজ!
বাবা-মায়ে মারা গেলো
চার ভাই-বোনে এতিম হলো!
দ্বারে দ্বারে খুঁজলো কাজ
গলা-ধাক্কার পেলো তাজ!
সমাজ তাকে বদলে দিলো
চোরের তকমা গলায় নিলো!
তবুও সে কাজ চায়
সুন্দর জীবন গড়তে চায়!
loading...
loading...
তিনটি ছড়া পাঠ করলাম। সহস্র কঠিন সব লিখার ভীড়ে অনন্য মানের লিখায় শুভেচ্ছা। শুভ সন্ধ্যা প্রিয় কবি মি. জসীম উদ্দীন মুহম্মদ।
loading...
মননশীল ও সৃজনশীল কথামালা
loading...