খবর

ইদানিং আপাদমস্তক বেদনারা থৈ থৈ করে..যেভাবে
বরষার নবীন জলেরা থৈ থৈ করে ঠিক সেভাবে
আমি অপলক চোখ মেলে তাকিয়ে কেবল দেখি…
গরু ওড়ে
গাধা ওড়ে
কিছু কিছু মানুষ তারাও ওড়ে
কেবল ভোরের পাখি ওড়ে না.. ঘুড়ি ওড়ে না!

সাঁই সাঁই করে সাঁতার কাটে ফাইটার জেট
নিরীহ কিছু পোকা-মাকড়ের উপর মলের মতোন
বোমা ফেলে মেটায় মনের খেদ!

ওরা কতোটা সময় হাত-পা ছুঁড়ে ছুঁড়ে জীবনের
শেষ জানান দেয়… অতঃপর হাওয়াই মিঠাইয়ের
মতোন জিহবায় গেলেই যেমন সবকিছু শেষ..
তেমনি ওরাও থুতু ছিটাতে ছিটাতে যুদ্ধ-কে শেষ
বিদায় জানায় অবশেষ…!!

অতঃপর বড় বড় গর্তে গড়ে উঠে সভ্যতার কবর
ড্রোন, ট্যাংক, মর্টার শেল, কামান–ওদেরও অনেক
দাম আছে.. কেবল মানুষ নেয় না মানুষের খবর!

আজারিরা ভালো থাকুক
আর্মেনিয়রা ভালো থাকুক!!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৯-১০-২০২০ | ১০:৩০ |

    আজারিরা ভালো থাকুক
    আর্মেনিয়রা ভালো থাকুক!!

    এটাই হচ্ছে আমাদেরও কথা।

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ১৯-১০-২০২০ | ১৩:০১ |

    বাহ চমৎকার কবি দা

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ১৯-১০-২০২০ | ১৪:২০ |

     সাবলীল উপস্থাপন, 

    GD Star Rating
    loading...