রাত্রিতে পেঁচার রাস্তা মাপার কিছু নিরীহ সুখ যেমন আছে;
তেমনি কিছু নিষ্পৃহ বেদনাও আছে
আগ্রাসী ধুলোবালিদের না দেখেই যেমন গিলে খাওয়া যায়..
তেমনি কাকেদের মতোন চোখ বন্ধ করে পুকুরচুরিও করা যায়;
কেউ দেখে না, দেখতেও চায় না…..
যেমন মনে মনে আস্ত মেয়ের আপাদমস্তক গিলে
খেলেও কেউ দেখতে পায় না তেমন …!!
আমি রাত্রির মতো দিনের কিছু আজব অন্ধকারের
কথা বরাবর বলতে চেয়েছি
ঘাড়ের উপরে মাথার সংখ্যার কথা ভেবে বারংবার
পিছমোড়া আঁধারে ফিরে গিয়েছি
আমি ভোট আর জোট হারানোর কথা বলছি না
মাথা নড়লো কি নড়লো না কেউ জানে না… তবুও
সেদিন রাত্রিতে যে রাত্রির বিয়েটা কবুল পর্যন্ত গড়ালো
তার কথা বলছি
নীতি আর দুর্নীতির মাঝামাঝি আমাদের নিস্পৃহ
জলদগম্ভীর অবস্থানের কথা বলছি!!
কিছু ভালোবাসার যেমন কোনো দায় থাকে না
কিছু আকাশের যেমন একটাও চাঁদ থাকে না
কিছু প্রেমের যেমন কোনো ঠিক-ঠিকানা থাকে না
তেমনি আমার আজকের এই শিরোনামহীন কবিতাটাও
কর্তিত আখাম্বা নখের মতো….তারও একটা বিলাসী নাম দিয়েছি..
রাত্রির মতো দুর্গন্ধযুক্ত ন লৌকিক কিছু একটা..!!
loading...
loading...
তবুও সেদিন রাত্রিতে যে রাত্রির বিয়েটা কবুল পর্যন্ত গড়ালো
তার কথা বলছি
নীতি আর দুর্নীতির মাঝামাঝি আমাদের নিস্পৃহ
জলদগম্ভীর অবস্থানের কথা বলছি!!
loading...
আন্তরিক কৃতজ্ঞতা ভাইয়া
loading...
Sundor likha
loading...
আন্তরিক ধন্যবাদ
loading...
অসাধারণ কবি দা
loading...
আন্তরিক ধন্যবাদ
loading...