আনন্দলোক

কিছু কিছু আনন্দ লুকানোর জায়গা থাকে না
যেখানেই রাখি পাথর, পাহাড়, নদী, সমুদ্র, আকাশ
কেবল ভরা কলসির মতো উপচে উপচে পড়ে
উপচে পড়ে সে অনন্ত আনন্দলোকের বহিঃপ্রকাশ!!

আসলে সবকিছু এতো ছোটো.. জলাধারের কথা
বলি অথবা মধ্যরাতের একাকি আকাশের কথাই
বলি..অসামান্য আনন্দলোকের কাছে তারা কতোই
না ছোটো!

জাগরণে হোক অথবা স্বপ্নেই হোক অতুলনীয় সে
রুপের খনি, মুহুর্মুহু হৃদয়ে বাজে সেই কলধ্বনি;
নিমিষ মাত্র দূর হয়ে যায় সকল চাপ,পাপ ও তাপ
দু’চোখ জুড়ে কেবল জ্যোতির উপর জ্যোতি ;
মিটিয়ে দিলো ঝঞ্জা বিক্ষুব্ধ হৃদয়ের সকল পরিতাপ, সন্তাপ!!

বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে কেবলই ঘুরে অনন্ত সে আলোক
ধাম, কোন নামে ডাকি তারে. যে বসত করে আমারই
ঘরে; মিশে আছে প্রাণের ‘পরে..অনন্ত আলোক;
আমি তাঁর নাম দিয়েছি আনন্দলোক.. আনন্দলোক!!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৮-০৮-২০২০ | ২০:২১ |

    বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে কেবলই ঘুরে অনন্ত সে আলোক
    ধাম, কোন নামে ডাকি তারে. যে বসত করে আমারই
    ঘরে; মিশে আছে প্রাণের ‘পরে… অনন্ত আলোক;
    আমি তাঁর নাম দিয়েছি আনন্দলোক.. আনন্দলোক!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ২৮-০৮-২০২০ | ২০:৩৬ |

    নিখুঁত ভাবনা

    GD Star Rating
    loading...