পালানোর কোনো পথ নাই

ভালোবাসার নামে আজকাল কোনোকিছু আর নাজায়েজ নেই
এই যেমন তেমন কবিতা, গল্প, নাটক কিংবা নাটিকা
বিশ্বাস পাস্তুরিত হওয়ার আগেই মাটি পুড়ে যায়
পুড়ে যায় আকাশগঙ্গা…….
নক্ষত্ররাত চন্দ্রবিন্দুর মতো পাহাড়িকায় এসে কেঁদে
কুটে আগুন হয়
এরপর আর পালানোর কোনো পথ খুঁজে পায় না!

পৃথিবীর সমস্ত দেনা নিমিষেই মাটি হয় অংকুরোদগম
আহাজারিগুলো জমাট বাঁধে নিরেট চক্রবৃদ্ধিহার
পরিশেষে কিছু দহনবায়ু পরিযায়ী হয় বন্ধ্যা সড়ক
লাওয়ারিশ কিছু কুকুরছানা ঘেউ ঘেউ করে নাজাতের
আশায়
তবুও কিছু সমৃদ্ধ আতশবাজি কেবল সম্মুখ সমুদ্রের ফেনা বাড়ায়…..!!

সারবাঁধা শামুক সারঙ, ওরাও ওরাংওটাং হতে চায়
এই শতাব্দীর কাছ ঘেঁষে মুখস্ত পড়ে থাকে কাঁঁচবালি
হৃদয়, ভালোবাসারা ছাইপাঁশের মতোন বাতাসি হয়
কেউ কেউ নাগাল পায়
আর কেউ কেউ পায় না!

গম্ভীরাটা অনেককাল গম্ভীর হয়ে আছে মাকুর প্রদেশ
সুর ছাপিয়ে ছাপিয়ে এখন সুরা-ই সুরাটের সম্রাট
সবাই ছেঁড়া দ্বীপে নঞর্থক ভালোবাসার খুঁজে আসে
খুঁজলি-প্যাচরা ওরা যেভাবে পড়ে থাকে সেভাবেই
পড়ে আছে এই করোনার কাল…
উঠতির জলের ব্যাঙের মতোন ওরাও এখন লাফায় নারীর মুখের ঝাল!

এতোকিছুর পরেও জীবন থেকে যারা পালিয়ে বাঁচতে চান, কাপুরুষ তো সেই; আরে সাহেব.. মোদ্দাকথা
পালাবেন কোথায়.. নদীঘাট, লঞ্চঘাট রেলস্টেশন, বাস স্টেশন..? ঠাঁই নাই.. ঠাঁই নাই…
কোথাও পালানোর কোনো পথ নাই.. কোনোপথ নাই !!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৬-০৭-২০২০ | ২০:০৫ |

    'কোথাও পালানোর কোনো পথ নাই.. কোনোপথ নাই !!
    কিছু সমৃদ্ধ আতশবাজি কেবল সম্মুখ সমুদ্রের ফেনা বাড়ায়…..!!' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ২৬-০৭-২০২০ | ২০:৪৩ |

    Wonderful 

    GD Star Rating
    loading...
  3. আলমগীর সরকার লিটন : ২৭-০৭-২০২০ | ৯:৫৪ |

    সুন্দর লেখেছেন কবি দা

    GD Star Rating
    loading...