স্বপ্ন ঘুমায় কবরের ভেতর

স্বপ্ন ঘুমায় কবরের ভেতর

স্বপ্ন মুদ্রিত হওয়ার আগেই এবার পঁচিশ নেই
অথচ
এখনও দগদগে ক্ষত শুকায়নি ঊনআশির
আমার প্রাণের শহরটার শুনেছি অনেক আগেই
প্রমোশন হয়েছে…..
সে এখন শহর ছাড়িয়ে নগর থেকে মহানগর!

সবকিছুই বাড়ছে মহামতি ম্যালথাসের জ্যামিতিক হার
বাড়ছে মানুষ
বাড়ছে আকাশ ছোঁয়ার স্বপ্ন
কেবল বাড়েনি হুশ!

নিষ্ঠুর শিল্পীর হাতের তুলির মতো আগুনেরও
কোনো মায়া নেই, মহব্বত নেই
দ্বিচারিতা নারীর মতোন সেও কেবল শয্যাসংগী
বদল করে
একঘর থেকে আরেকঘর……
অতঃপর পাছাকোলা স্বপ্ন ঘুমায় কবরের ভেতর!!

বলতে কোনো লজ্জার পাহাড় নেই উন্নতদের মতোন
আমরা না
তারা দায় নেয়…তাদের দায় নিতেও হয়
আমাদের কোনো দায়-দেনা নেই, নিতেও হয় না….
অথচ কে জানে না,
বনের আগুনে কেবল গাছপালা পুড়ে ছাই হয়
আর মনের আগুনে কিনা হয়…….কী না হয়….!!!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ৩০-০৩-২০১৯ | ৮:৫৮ |

    তারা দায় নেয়…তাদের দায় নিতেও হয়
    আমাদের কোনো দায়-দেনা নেই, নিতেও হয় না….
    অথচ কে জানে না,
    বনের আগুনে কেবল গাছপালা পুড়ে ছাই হয়
    আর মনের আগুনে কিনা হয়…….কী না হয়….!!! Frown

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ৩০-০৩-২০১৯ | ২১:১২ |

    সব কিছু দেখে শুনে নিজেকে মূক ও বধির মনে হয়। এমনই আমাদেগর পারিপার্শ্বিকতা। Frown

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ৩০-০৩-২০১৯ | ২১:৩৬ |

    স্বপ্ন ঘুমায় কবরের ভেতর। দারুণ কবিতা প্রিয় কবি জসীম ভাই।

    GD Star Rating
    loading...
  4. শাকিলা তুবা : ৩০-০৩-২০১৯ | ২২:০৩ |

    বনের আগুনে কেবল গাছপালা পুড়ে ছাই হয়
    আর মনের আগুনে কিনা হয়…….কী না হয় …!!! Frown

    GD Star Rating
    loading...
  5. সুমন আহমেদ : ৩০-০৩-২০১৯ | ২২:১৬ |

    ভালো কবিতা।

    GD Star Rating
    loading...