নিহত শব্দের পদাবলি

নিহত শব্দের পদাবলি

বেশ কিছুদিন নিহত হয় ….. আমার কেবলই কিছু
অভব্য অব্যয় পদের কথা মনে হয়
এই যেমন…. যদি, গদি, তবে, কিন্তু, এবং, বরং
এই জাতীয় আরও কিছু কিছু বেহায়া শব্দঝুড়ি!

একদিন ক বলতে ম বলে ফেলায় মস্তবড় প্রমাদেরা
আমোদ প্রমোদে মেতে উঠেছিলো
আর এখন যদি বলতে আমি পুরোদস্তুর গদিকে বুঝি
ভালোবাসা বলতে কেবল বর্ণমালার চোরাচালানকেই
বুঝি!

তবুও…….
আজকাল কিছু নিষ্পৃহ নীরবতা নীরবে নিষ্পেষিত
হয়
আমিও ফাঁকতালে ভালোবাসার চোরাকারবারি হই
তবুও কেউ কেউ তসবি হাতে তদবিরের নামজারি
করতে ব্যস্ত হয়
আমি ভুলেও আর বর্ণমালার কবিতা লিখি না!!

কে তবে জানে না….
যে অব্যয়ের বোধ জলে ফিরে গেছে,
সে আর কোনোদিন ফিরবে না, কোনোদিন না!
আবারও বলি মাতৃভাষার কদর বুঝে না কোন শালা?
তবুও কেনো নীরবে কাঁদে আমার প্রাণের বর্ণমালা?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. সৌমিত্র চক্রবর্তী : ২৯-০১-২০১৯ | ১৩:১৮ |

    কবিতায় আমার অনুক্ত উচ্চারণের পদাবলী। 

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ২৯-০১-২০১৯ | ১৩:২০ |

    যে অব্যয়ের বোধ জলে ফিরে গেছে,
    সে আর কোনোদিন ফিরবে না, কোনোদিন না! ___ এখানেও আমাদের বাস্তবতা।

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ২৯-০১-২০১৯ | ২০:১১ |

    নান্দনিক একটি কবিতা নিঃসন্দেহে।

    GD Star Rating
    loading...