আমার "ভণ্ড" উপন্যাসের কিয়দংশ

আমার “ভণ্ড” উপন্যাসের কিয়দংশ

নীল,
কেমন আছো জিজ্ঞেস করছি না। এই অবস্থায় তুমি ভালো থাকবে এমন কোনো কথা অথবা ভবিষ্যৎ বাণী পৃথিবীর কোনো পাঁজিতে লেখা নেই। লেখা হবে এমনটাও আমি আশাকরি না। তোমাকে কতো নামে যে ডেকেছি তার কোনো গাছ পাথর নেই। এই সমস্ত নাম থেকে একটি নাম বাছাই করে তোমাকে সম্বোধন করা আমার জন্য হিমালয় পর্বত ভাংগার চেয়েও সুকঠিন কাজ। পৃথিবীর আর কেউ না বুঝলেও তুমি অন্তত তা বুঝবে। তবুও আমি তোমাকে সম্বোধনের জন্য “নীল” নামের বিশেষ্য পদটি বেছে নিলাম। এর হাজারো কারণ থাকতে পারে। তবে আমার কাছে এই মুহূর্তে একটিই কারণ নীল মানে আকাশের নীল। যে নীল কেবল দেখা যায়, ছোঁয়া যায় না! দূর থেকে ভালোবাসা যায়, হাতের মুঠোয় পুরে আদর করা যায় না।

আসলে কি জানো? মানুষের জীবন হলো সমুদ্রের ফেনার মতো। ফেনার যেমন নিজস্ব কোনো ক্ষমতা নেই। ইচ্ছা-অনিচ্ছা নাই, বাতাস যেদিকে তাকে তাড়িয়ে বেড়ায় সেও সেদিকে যায়। মানুষ ও তেমনি। প্রকৃত পক্ষে মানুষেরও কোনো ক্ষমতা নাই। মানুষ যেমন কোনোকিছু সৃষ্টি করতে পারে না, তেমনি কোনোকিছু ধ্বংসও করতে পারে না। মানুষ তাই করে, সৃষ্টকারী মানুষকে দিয়ে যা করায়। সৃষ্টিকর্তার এজেন্ডা বাস্তবায়নে মানুষ একতিল সময় দেরি করতে পারে না। একটি চুল পরিমাণ এদিক-সেদিক করতে পারে না।

তোমার-আমার সম্পর্কটিও এর ব্যতিক্রম কিছু নয়। সৃষ্টিকর্তার যতোদিন ইচ্ছা পানপাতা দুটিকে একসাথে করে রেখেছেন, জবাফুলের মতো ফুটিয়েছেন, কামিনীর মতো সুগন্ধ ছড়িয়েছেন। যেমন খুশি খেলেছেন। এখন আবার তাঁর ইচ্ছা হয়েছে খেলা ভেঙে দিবেন। এখানে কারো কিছু যেমন করার নেই, তেমনি কিছু বলারও নেই। কোনো মানুষের এমন ক্ষমতা তিনি দেননি যে, তাঁর সাথে লড়বে। তাঁর ইচ্ছার বিরুদ্ধে কিছু করবে। উপরন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে, তিনি যা কিছু করেন, করেছেন এবং করবেন —–তাতে আমাদের জন্য কোনো না কোনো কল্যাণ নিহিত করে রেখেছেন। অন্ধকারের ভেতরে যেমন আলো থাকে, পরাজয়ের ভেতরে যেমন জয় থাকে ঠিক ঠিক তেমন।

আর একটি কথা না বললেই নয়, সরষের ভেতর যেমন ভুত থাকে তেমন ভাবিও না। কারণ সরষের ভেতর তেলও থাকে। তোমার পত্র পড়ে যতোটা বুঝলাম, এ ঠেকানো আমার পক্ষে কেবল কঠিনই নহে। দুঃসাধ্য বলা চলে। তবুও আমাকে ক্ষমা করার দরকার নেই। বিধাতার বিধান অলংগনীয় বলে জানিও।

ইতি
তোমার একদা অচল

পুনশ্চঃ একদিন খুব খায়েশ করে তোমার নামের সাথে মিলিয়ে আমার নাম রেখেছিলাম “অচল”। কে জানতো.. আমার এই মিথ্যে নামটাই একদিন সত্যি হয়ে উঠবে!!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ২টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৬-০৯-২০১৮ | ১০:২১ |

    'প্রকৃত পক্ষে মানুষেরও কোনো ক্ষমতা নাই। মানুষ যেমন কোনোকিছু সৃষ্টি করতে পারে না, তেমনি কোনোকিছু ধ্বংসও করতে পারে না।'
    অসাধারণ প্রকাশ প্রিয় কবি। শুভ সকাল।

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ০৬-০৯-২০১৮ | ১২:১২ |

    চিঠি আমার খুবি ভাল লেগেছে কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  3. ইলহাম : ০৬-০৯-২০১৮ | ১৬:৩০ |

    তিনি যা কিছু করেন, করেছেন এবং করবেন —–তাতে আমাদের জন্য কোনো না কোনো কল্যাণ নিহিত করে রেখেছেন। অন্ধকারের ভেতরে যেমন আলো থাকে, পরাজয়ের ভেতরে যেমন জয় থাকে ঠিক ঠিক তেমন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    সরষের ভেতর যেমন ভুত থাকে তেমন ভাবিও না। কারণ সরষের ভেতর তেলও থাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ০৬-০৯-২০১৮ | ২৩:১৩ |

    সুন্দর।

    GD Star Rating
    loading...
  5. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ০৮-০৯-২০১৮ | ২:৩৭ |

    * অপূর্ব…

    GD Star Rating
    loading...