হৃদয় পোড়া গন্ধ
যেভাবে উড়ছে, মহাকাশ ছাড়ছে..এ জীবনের সুদ
তবুও আমি ভাংগি না, তবুও আমি গড়ি না
বেখেয়ালে ফিরে ফিরে আসছে এ হৃদয়ের বুঁদবুঁদ!
আজ আমার অনেক কাজ আছে.. শোধ এবং বোধ
কিছু কিছু পরিমিত ভালোবাসা তাই
দীনহীন বেশে দশ হাত বাড়িয়ে চাই
তবুও হয় না বুঝি, দিনের প্রকৃত দেনার পরিশোধ!
হা পিত্যেস করি, দূর্বাসা মুনির হাতে পায়ে ধরি
স্বপ্নহীনা তবুও আমায় স্বপ্ন দেখায়, সে হয় মনচোর;
একলাফে পৃথিবীর তাবৎ পরিধি ঘেঁটে আসি
তবুও আমার কাটে না স্বপ্নঘোর!
তবুও আমি আর নিরুদ্দেশ যাত্রার কথা ভাবি না
স মু দ্র সমতটে একা দাঁড়িয়ে আসমুদ্রহিমাচল দেখি
মাথার উপর ডানা বিস্তৃত করে পাখি ওড়ে.. পাখি
তখন আমি, আমার পাখি ডাকা সুগন্ধি ভোরের
দেরাজ স্বপ্ন আঁকি!
কাল ছেড়ে মহাকাল আসে, কী অনিষিক্ত মর্মন্তুদ;
আমি ছাড়া, ওরা বাকি সবাই হাসে কী অদ্ভুত!
আমিও এখন, করে নেবো দুর্নিবার মুক্তিপণ..
শিরোনামহীন জলের সাথী হবো, একদিন বিষম
কালান্তর
ততোদিন না হয়, হৃদয় পোড়া গন্ধে পুড়ুক অন্তর!!
loading...
loading...
তারপরও ভালো থাকুন প্রিয় কবিবরেষু। অনেক ভালো থাকুন। শুভ সন্ধ্যা।
loading...
শুভেচ্ছা নিন কবি দা
loading...
খুব ভাল লাগল কবি,
বর্ষা শুভেচ্ছা,,,,,,,,,,,,,

loading...
কাব্যে নতুনত্ব আনয়নে আপনি বেশ খেয়ালি।
loading...