একপায়ে দাঁড়িয়ে আছি সন্ধ্যা অবধি, আশেপাশে কুয়াশার
ঘাতক ফোঁটা; রাত্রির পথ ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর,
শবের মিছিলে এ তবে কিসের শোরগোল ?
কাদাজলে জড়াজড়ি পিচ্ছিল পায় কখনও গড়াগড়ি,
লজ্জাবতীর মত দু’চোখের পাতাও স্পর্শ কাতরতায়
একটানা চেয়ে আছে মাটির দিকে,
কখন সমান্তরাল রেললাইন মিলবে কোনো এক ফ্ল্যাটফরমে !
কখন বধির কর্ণকুহরে ঢুকবে আজব বাঁশির হুইসেল!
বুলেট বিদ্ধ লাশগুলি একটা একটা করে জেগে উঠবে?
মার্চ ফার্স্ট করতে করতে সারিবদ্ধ ভাবে এগিয়ে যাবে
বকুল তলায়, ঝাউয়ের বনে
রাস্তার উপর সটান শুয়ে আছে বেওয়ারিশ গাছের গুঁড়ি;
এই রাত শেষ হবে কবে….?
কোনদিন নেমে আসবে স্বর্গ থেকে ভোরের হাওয়া
অক্সিজেনের কোমল ছোঁয়ায় বেঁচে যাবে জিনপরী !
অতঃপর ফুটপাতে আবার বসবে হকারের বেসাতি
সত্য-মিথ্যার ইট পাথর ।
ঘুঁটঘুঁটে অন্ধকারে তেলাপোকাগুলো বেজায় খুশি হবে
আবার দশহাত ভরে গলধঃকরণ করবে দেবীর প্রসাদ !
আমি চিলে কোঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব
অন্ধকার রজনীর প্রহরের পর প্রহরের আসা-যাওয়া
তবু প্রতীক্ষার সীসা ঢালা প্রাচীরে বুক বাঁধা চলবেই
একটি ভোরের প্রতীক্ষিত প্রত্যাশা চলতে থাকবেই!!
loading...
loading...
"আমি চিলে কোঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব
অন্ধকার রজনীর প্রহরের পর প্রহরের আসা-যাওয়া
তবু প্রতীক্ষার সীসা ঢালা প্রাচীরে বুক বাঁধা চলবেই
একটি ভোরের প্রতীক্ষিত প্রত্যাশা চলতে থাকবেই!!"
___ অনেক সুন্দর এক অনুভূতির প্রকাশ প্রিয় কবি। শুভেচ্ছা জানবেন। ধন্যবাদ।
loading...
আন্তরিক কৃতজ্ঞতা। ।
loading...
আপনার লেখা সবসময়ই ভাল। শুভেচ্ছা নিন কবি দা।
loading...
ধন্যবাদ।।
loading...