পালাবার কোনো পথ নেই
কয়েকটা মাছি ওড়াউড়ি করছে রেলস্টেশন, নদীঘাট, হাটবাজার
পৃথিবীর মতো ওদেরও মাথার চারদিকে চোখ, তবে কি ওরাও পৃথিবী?
তবে কি ওরাও নিসিন্দার নীল নীল লেলিহান চোখ?
তবে কি ওরাই এখন স্তন্যপায়ী পৃথিবীর ভুমিকার মুখ?
অনেকদিন কবিতা লিখি না, কবিতাই আমাকে লিখে গল্পের ছল
অস্থিরতা এসেছিলো প্রবাদ পুরুষ, সেও ফিরে গেছে রক্তকবরী
সময়ের দর্পণ ক্ষমা করেনি
চেতনা বিক্রির চোরাবালি
কেউ খোঁজ রাখেনি জোছনাবন্দি খসড়া রচনাবলি!
এখনও থামেনি যমুনার ভাঙন, দশাসই বদন;
জ্যোতির্ময় আত্মা ঘুরেফিরে আসে, বড় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে
থাকে, ফুটপাত ধরে হেঁটে যায় গাঁজাখুরি গল্প
সময়ের প্রয়োজন পূরণ হয়েছে, এখন তিনিও কেবলই একটি
স্মারক গ্রন্থ!
মাঝে মাঝে অসংলগ্ন চিন্তা ভর করে, আমিও তখন জোয়ান পুরুষ;
স্মৃতিরাও তখন ইথিলিন হয় প্রথম স্ত্রী দ্বিতীয় বিবাহ, সেই মাছির
মতো সারা পৃথিবীময় চোখ, আমার শরীর হিম হয়ে আসে বাস্তুহারা,
কেউ যোগাযোগ করেনি কার্যকারণ, ইছামতির বুক জুড়ে বিষাদসিন্ধু;
আমার পালাবার কোনো পথ নেই!!
loading...
loading...
সত্যিই পালাবার পথ নেই ।
loading...
ধন্যবাদ অফুরান।
loading...
'জ্যোতির্ময় আত্মা ঘুরেফিরে আসে, বড় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে
থাকে, ফুটপাত ধরে হেঁটে যায় গাঁজাখুরি গল্প
সময়ের প্রয়োজন পূরণ হয়েছে, এখন তিনিও কেবলই একটি
স্মারক গ্রন্থ!' ___ গুড জব প্রিয় কবি।
loading...
কৃতজ্ঞতা অফুরান।
loading...
ইছামতির বুক জুড়ে বিষাদসিন্ধু; আমার পালাবার কোনো পথ নেই!!
loading...
ধন্যবাদ অফুরান ।
loading...