নষ্টপত্র
মাদকে সারাদেশ ছেয়ে গেছে। আগে শহরে ছিলো। এখন গ্রামেও আছে।
কেউ নষ্ট হচ্ছে না!
আগে যুবসমাজ মাদকাসক্ত ছিলো। এখন কিশোর আছে। শিশুও আছে।
মাদকাসক্তরা যেমন ভালো আছে। আমরাও তেমন ভালো আছি।
মাদক নিরাময় কেন্দ্রগুলো আরো বেশি ভালো আছে!
মাদক যারা নিয়ন্ত্রণ করার কথা তারা কেমন আছে? আমি জানি না।
দেশের সচেতন -অসচেতন মহল সবাই জানে!!
আগে পর্নোগ্রাফি দেখা কঠিন ছিলো। এখন সহজ হয়েছে।
আগে সন্ধ্যার পর পার্কে গেলে দেখা যেতো। এখন দিনেও দেখা যায়।
আগে সিনেমা হলে গিয়ে দেখতে হতো। এখন মোবাইলে দেখা যায়।
নেটে ছেড়ে দিয়ে বেশ ব্যবসাপাতিও করা যায়।
আগে প্রেম টেম করা কঠিন ছিলো। সামাজিক দেয়াল ছিলো।
এখনও সমাজ তেলাপোকার মতো টিকে আছে। দেয়াল নেই।
আগে চিঠি লিখে প্রেম নিবেদন করা হতো। চিঠিতে হৃদয় থাকতো।
অনেক ফেসবুক প্রেম হয়। মোবাইল প্রেম হয়। ম্যাসেঞ্জার প্রেম হয়।
আগে বিয়ের পরে শরীর হতো। এখন প্রেমের পরে হয়। আগেও হয়।
তবুও সবাই ভালো আছে!! পবিত্র আছে!!
loading...
loading...
ঠিকই বলেছেন প্রিয় কবি। অগের চেয়ে অনেক কিছুই এখন সহজ হয়ে গেছে। এই সহজলভ্যতা কি সমাজ পরিবর্তনে বিন্দু সমান ভূমিকা রাখতে পারছে কি ? মনে হয় না।
loading...
অফুরান কৃতজ্ঞতা প্রিয় ভাইয়া।
loading...
আমাদের নৈতিক অবক্ষয় কি রুখতে পারছে কবি?
loading...
সে হয়ত সম্ভব নাও হতে পারে কবি!!
loading...