বইপত্র
বইপত্রের নাম শুনলেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠে। প্রাণের টান।
শেকড়ের উপর শেকড়।
বই কোনোদিন কাউকে ঠকায় না। বইয়ের ভালোবাসায় শরীর নেই। মন আছে।
এই মন যেমন কোনোদিন পুরাতন হয় না।
তেমনি বই ও কোনোদিন পুরাতন হয় না।
আমার হাতে যতোক্ষণ বই থাকে, ততোক্ষণ আমার আর কিছু চাই না।
নতুন প্রজন্মের কথা বলি। বই তাদের টানে না। তারা বই কিনে না।
দেউলিয়া হওয়ার ভয় আছে। ভালো মানুষ হওয়ার ভয় আছে।
দশ দিগন্তে চোখ খুলে যাওয়ার আশংকা আছে।
শিক্ষিত মুর্খ সনদ হারানোর নগদ ক্ষতির কারণ আছে।
বই যে কথা বলে, হাঁটাচলা করে এসব তারা মানে না।
কেউ জানে না একটি বইয়ের কোটি কোটি চোখ থাকে।
সেই চোখ সবাইকে সমান চোখে দেখে। কাউকে কম না।
আরো বড়ো কথা বলি, বইয়ের পোকা কোনোদিন মরে না।
আকাশের বিশালতা নিয়ে বেঁচে থাকে……………!!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বইয়ের ভালোবাসায় শরীর নেই। মন আছে। এই মন যেমন কোনোদিন পুরাতন হয় না।
loading...
অফুরান ধন্যবাদ কবি।
loading...
বই কোনোদিন কাউকে ঠকায় না। তারপরও বই নতুন প্রজন্মকে টানে না। তারা বই কিনে না। কারণ বই কিনে তারা
দেউলিয়া হওয়ার ভয় আছে। বই পড়ে ভালো মানুষ হওয়ার ভয় আছে।
loading...
অফুরান ধন্যবাদ আমির ভাই।
loading...