না বর্ষার জল

না বর্ষার জল

তবুও আমার ভালো একটা বাসার বাসনা বলে কথা
যেখানে নীরব রাত্রির রোদন শোনা যায়
যেখানে ভোরের পাখির বোধন দেখা যায়
যেখানে চোখ না খুলেই দিগন্ত ছোঁয়া যায়
যেখানে আদুরী বাতাসের গন্ধের ভোগী হওয়া যায়!

আমার শহরটা বড়ো ক্ষেপাটে, মাথা গরম থাকে
ঝিঁঝিঁ পোকার মতো টানা টানা গাড়িগুলো ডাকে!

এখানে না বর্ষার জলের মতো চাকার আধুলি ঘুরে
এখানে কেবল সকাল হয় কলির সন্ধ্যা অনেক দূরে!

পালাই পালাই করে আমিও প্রতিপদ মরে যাই
তবুও কোনোরকম ভোর জাগলেই আবার বেঁচে যাই!!

VN:F [1.9.22_1171]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.22_1171]
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৫-১২-২০১৭ | ১৫:০১ |

    বেশ পরিচ্ছন্ন বোধনের লিখা। লিখার অনুভব স্পষ্ট ভাবে হৃদয়ে প্রোথিত হয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)
  2. দাউদুল ইসলাম : ০৫-১২-২০১৭ | ১৮:৫৫ |

        

     সুন্দর, সাবলীল, সুপাঠ্য কবিতা 
    ভীষণ ভীষণ ভাল লাগল 
    আন্তরিক শুভেচ্ছা রইল প্রিয় কবি'কে।

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)
  3. রিয়া রিয়া : ০৬-১২-২০১৭ | ২১:০৪ |

    সুন্দরে ভালো লাগা।

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)