আমি কোনো প্রতিবাদ করছি না
বোদ্ধা কবি
আমি কোনো মুসলমানের বাচ্চার কথা বলছি না
আমি কোনো হিন্দুর বাচ্চার কথা বলছি না
আমি কোনো ইহুদীর বাচ্চার কথা বলছি না
আমি কোনো খ্রিশ্চানের বাচ্চার কথা বলছি না
আমি কোনো বৌদ্ধের বাচ্চার কথাও বলছি না
আমি কেবল মানুষের বাচ্চার কথা বলছি…….
কেবল মানুষের বাচ্চার কথা
তবে কি ওরা আর মানুষের বাচ্চা মানুষ না…..???
তবে কি ওরা ভিনগ্রহ থেকে খড়খুটোর মতো পৃথিবীতে
ভেসে এসেছে?
তবে কি আমরা যাদের এলিয়েন বলি ওরাই তারা?
তবে কি ওরা মাতৃগর্ভ থেকেই পোড়া কয়লা মতো অশুভ
প্রেতাত্মা?
তবে কি ওদের জলে ডুবিয়ে, গ্রেনেড চার্জ করে, আগুনে
পুড়িয়ে, বেয়নেট দিয়ে খোঁচাতে খোঁচাতে না মারতে
পারলে এই সভ্যতার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না?
সবাই মাটিতে দাঁত কামড়ে নিজেদের আখেরের কথা ভাবো
দেশ দেশের রাজারা তোমরাও নিজেদের ক্ষমতা টিকিয়ে
রাখার কথা ভাবো
আমি কোনো প্রতিবাদ করছি না
তোমাদের বিরুদ্ধে ঈশ্বরের কাছে কোনো অভিযোগ ও করছি না!
কেনো আমি প্রতিবাদী হতে যাবো…??
প্রতিবাদী হওয়ার মতো এতোটা বোকা আমি কেনো হবো?
ওরা তো আর কোনো মানুষের বাচ্চা না
ওরা তো আর কোনো মুসলমানের বাচ্চা না
ওরা তো আর কোনো হিন্দুর বাচ্চা না
ওরা তো আর কোনো খ্রিশ্চানের বাচ্চা না
ওরা তো আর কোনো ইহুদির বাচ্চা না
ওরা তো আর কোনো বৌদ্ধ মায়ের সন্তান না!!
ওরা পাখি হলে আমি পাখি হত্যার প্রতিবাদ করতাম
ওরা শিয়াল, কুকুর, সাপ, ব্যাঙ হলেও আমি পরিবেশের
কথা ভাবতাম
ওরা মানুষ হলে আমি ওদের জন্য অন্তত একটি কবিতা লিখতাম!
ওরা মানুষ না
ওরা সাপ না
ওরা ব্যাঙও না
ওদের জন্য আমার শব্দকোষে একটিও শব্দ নেই
ওদের জন্য আমার বিদ্রোহী সত্ত্বায় কোনো প্রতিবাদী স্বরলিপি নেই!!
loading...
loading...
অবশ্যই রোহিংগারা মানব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়। জীব হত্যা মহাপাপ, অবশ্যই রোহিঙ্গা হত্যা কোন পাপ নয়।
loading...
অবস্থা দৃষ্টে তাই মনে হচ্ছে আনু ভাই।। ধ ন্য বা দ অফুরান।।
loading...
মানুষের কথা বলতে হবে। মানবিক মানবতার কথা বলতে হবে কবি।
প্রয়োজনে প্রতিবাদী ও হতে হবে। সোচ্চার না হলে কখনও দাবি আদায় হতে দেখিনি।
loading...
রাইট ভাইয়া।। কৃতজ্ঞতা জানবেন।।
loading...