অন্তরা
প্রতিবাদহীন সময়ের অন্তরা গিলে খেলো চাঁদ
তবু আমি এখনও নাফনদীর দিকে তাকিয়ে থাকি
গলিতরা আমাকে উপহাস করে
আমিও কিছুক্ষণ চুলকাই…অত:পর মিটে যায় বিবাদ!
ওরা এখন সবাইকে চিনে গেছে, চিনে গেছে
জীবন্ত মানুষ আর শবাধার
সবাই কেবল বেকার আলোর কথা ভাবে
আসলে চাঁদেরকণার সবটাই আঁধার!
তবুও আমরা কেউ জাত খেলোয়াড়ের মতো অভিনয়টা ছাড়ি না
তবুও মিছিমিছি বুকের তক্তপোশে পোষে রাখি চাঁদ
তবুও কেউ কেউ উসকে দেয় তোমার-আমার বিবাদ!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
‘তবুও মিছিমিছি বুকের তক্তপোশে পোষে রাখি চাঁদ
তবুও কেউ কেউ উসকে দেয় তোমার-আমার বিবাদ!’
___ অসাধারণ লিখেছেন প্রিয় কবি। গ্রেট।
loading...
অফুরান কৃতজ্ঞতা ভাইয়া।।
loading...