পৃথকীকরণ

বেশ কিছুদিন আগেই আমার বিষণ্ন বিকেলটা খোয়া গেছে
আর এখন উচ্ছেদ হতে যাচ্ছে সন্ধ্যার লালিমা
আমি জানি এরপর কী……
এরপর জেগে থাকবে শুধু অন্ধকার রাতের কালিমা!

এখন কী করবো আমি…?
কিই বা করার আছে আমার?
তসবি হাতে দাদার ছবিটা আলমারি খুলে বের করে আনবো?
দাদীর কথা কিছুই মনে পড়ে না
তখনো স্মৃতির বন্দরে কোনো জাহাজ নোঙর ফেলেনি!

মাঝে মাঝে কিছু পিপাসার জল বেখেয়ালি হাসে
আমার হাজার হউক আহাজারি তবুও আমি ভালোবাসি
হাসি
ইচ্ছে করে একদিন এসব শপিং ব্যাগ ভর্তি করে নিয়ে আসি!

কেউ রিয়েল ডিসিশন দেয় না
কেনো জানি রিয়েলিটি ডিসিশন নিতে জানে না
আমি জানি এক জীবনে আর কয়টা জীবন হবে ক্ষয়?
তবে কি
আমার মতো ফ্ল্যাশলাইটের আলোতেই সবার ভয়?

তবুও আমি সবকিছুকে অকৃত্রিম বলে বাঁচতে চাই
ভোরের সুরেলা পাখির মতো
কুসুমপুরের আনটাচড ভার্জিন চাঁদ কুসুমের মতো
অত:পর আমরা সবাই মিলেমিশে
আমড়াগাছি থেকে মিছিলের গোড়াপত্তন করবো
সবকিছু একেবারেই আনকোরা…
অত:পর আমরা সবাই হবো স্ফটিক জলে বদলে যাওয়া
হাওয়াই পৃথিবীর প্রথম পৃথক মানুষ………………!!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৪-০৮-২০১৭ | ২২:৩৬ |

    লিখাটি পড়ার সুযোগ আমার হয়েছে। এককথায় আমার কাছে ভালো লেগেছে।
    অনেক অনেক শুভেচ্ছা সহ অভিনন্দন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. আমির ইশতিয়াক : ১৫-০৮-২০১৭ | ১১:৪১ |

    শুভেচ্ছা কবিকে।

    GD Star Rating
    loading...