পাঠকক্ষ
এই ঝকঝকে অনাবিল উঠোন আর কেউ মাড়ায় না
না সম্পাদক
না পাঠক
না মুদ্রক
আবর্জনার মতো পা্ঠকক্ষ পড়ে থাকে যতিচিহ্নহীন একা!
এতোদিন যে আলোক বিচ্ছুরিত হতো পুস্তকের গা বেঁয়ে
গরমসল্লার মতোন সুগন্ধিযুক্ত
সেই আলোক এখন পড়ে থাকে একা
পক্ষাঘাত গ্রস্ত সুন্দরী রমনীর মতো!
কিছু চোখ তার অর্ধনগ্ন বুকের দিকে তাকিয়ে মাতম করে
পানিরছিটে নিয়ে কেউ আসে না এই কারবালা
তবে কি সবাই লোমহীন বক্ষের সীমার?
মুখে মুখে কেবল মেশক-আম্বরের গন্ধ ছুটায়
আসলে আমরা সবাই আক্রান্ত আত্মঘাতী .বিমার..!!
বরুণের চায়ের মতোও এখন কবিতার কাস্টমার নাই
আমরা সবাই বড়ো কবি
আমরা সবাই হামবড়া লেখক
হৃদয়ের উঠোন ফাঁকা , তবুও চলুক কলমের চাকা…!!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
স্মরণে রাখার মতো একটি লিখা। অনবদ্য এবং অসাধারণ প্রিয় কবি।
loading...
অফুরান ধন্যবাদ জামান ভাইয়া।
loading...
কবি ভাইকে অনেক দিন পর পাইলাম,,,,,,,,,,,,,বাহ দারুন অনবদ্য
loading...
অশা করি ভালো আছেন কবি। কৃতজ্ঞতা জানবেন।
loading...