হেলেঞ্চা

হেলেঞ্চা

হেলেঞ্চার কথা এখন কে আর মনে রাখে?
তবুও সে তার মতো করে মনে মনে স্বপ্ন আঁকে!
মাঝে মাঝে তপতির মতো জোনাকি আসে
দিয়ে যায় এক চিলতে আলো
সেই আলো তার অন্ধকার সন্ধ্যার প্রদীপ হয়,
তাতে কিছুটা হলেও দীর্ঘায়িত হয় তার শিতিকণ্ঠ!

অত:পর অতল রজনী আর শেয হতে চায় না
হেলেঞ্চার মনে হয় সেও শেওলা ধরা পৃথক
পৃথিবীতে কোনো এক আগন্তুক, ভাসমান পতিতা;
রাজ্যের সমস্ত ঘুম এসে ফিরে যায়….. হেলেনের
মতো হেলেঞ্চাও একটিবার তাকিয়ে দেখে না!

অত:পর সে বিষুবরেখার কথা ভাবে, মহাবিষুবের
কথা ভাবে; কোনো মহালেই তার কোনো ঠাই হয় না;
একদিন তার যে ডোবায় নিশ্চিত সমুদ্র জায়গির
থাকতে পারতো…..
তার সেই মৃগী আক্রান্ত ঘরে এখন তার নিজেরই
কোনো ঠাই হয় না … ঠাই হয় না………….!!

হেলেঞ্চা এখন অন্য কোনোখানে.. কারো নিরাবরণ
ছাদের টবে হয়ত শাপলা অথবা ম্রিয়মাণ টগর হয়ে
ফুটে আছে!!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৫-০৭-২০১৭ | ৬:৪৯ |

    হেলেঞ্চা কথন পড়লাম প্রিয় কবি। বরাবরের মতো সুন্দর। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  2. আনিসুর রহমান : ১৫-০৭-২০১৭ | ৭:৫৭ |

    হেলেঞ্চা’র গল্পে এক হেলেনকে আবিষ্কার করলাম এই দুইয়ের সম্পর্কে এক রহস্যময়তা রয়েছে গেল কবিতায় ।

    GD Star Rating
    loading...