এখন একটা কবিতার জন্য কতো হাহাকার করি
পাশ দিয়ে কতো কুকুর হেঁটে যায়, শিয়াল দৌড়ে যায়,
ঘুটি সুটি মেরে বসে থাকে মায়া বিড়াল…
সে আসে না, সে আমাকে আর ভালোবাসে না!
অথচ একদিন এমন কোনো রাত ছিলো না, যে রাতে
নকশি কাঁথা শব্দ সুখ সেলাই হতো না, এমন কোনো
দিন ছিলো না যে দিনে দুই পাড় ভাঙা জল উপচে যেতো
না…এখন কেবল সেসব দিনের, সেসব রাতের হাড়
ভাঙা কংকাল গুনি, ক্রমশ অপ্সৃয়মান অন্ধকার
দুরীভুত হওয়ার ব্যঞ্জনার আশায় আশায় প্রহর গুনি!
আমি চাই অন্ধকারের ভয় ছেঁটে ফেলে সে আসুক,
সুতিয়াখালির স্বাধীন জলের মতো মিটিমিটি হাসুক
উজান থেকে নেমে আসা পানির ঢলে সে আমাকে সেই
আগের মতো ভালোবাসুক……ভালোবাসুক…….!!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
youtu.be/GuK6mpPNqJs
আপনার জন্য উপহার রইলো প্রিয় কবি।
loading...
অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় ভাইয়া।।
loading...