সেলিব্রেটি

গতকাল তুমি– ——————-তোমার সময় হয়নি
তার আগের দিনও তুমি খুব ব্যস্ত ছিলে
আজকে তোমার কি জানি কী কাজ পড়ে গেছে
রোজ রোজ তোমার এসব যোগ, বিয়োগ, অনুযোগে
আমি আর আগের মতো বিষম খাই না
জানো-ইতো, ন্যাড়া যখন ইচ্ছে করেই বারবার বেল তলায় যায়
তখন লেংটার আবার বাটপারের ভয় কি!

আমার আর কোনো কিছুই জানতে ইচ্ছে করে না
তুমি কার কার হাতে হাত রেখে পেরিয়ে যাও ব্রহ্মপুত্রের হাঁটুজল
কার কার সাথে শপথ করো, কার কার সাথে ভাঙো
সেসব খবর উত্তুরে বাতাস এসে আমার কানে কানে বলে যায়
বিশ্বাস করো, আমি সেসবে কোনো প্রকার কান দেই না
ঘটনা যখন রটনা তখন আমার কিছুটা খারাপ লাগে বৈকি!

এখন তোমার প্রেম করা কতো সহজ হয়ে গেছে
রাত জেগে জেগে আগের মতো কষ্ট করে চিঠি লিখতে হয় না
দিনের পর দিন ডাকপিয়নের পথ চেয়ে প্রহর গুনতে হয় না
সমাজ, সংস্কার ও লোকাচারের তেমন একটা ভয় করতে হয় না
কেবল অফচ্যাটে কিছুটা উদ্বেগ-উৎকণ্ঠা হয়
আমি জানি, এও তোমার জন্য তেমন কিছু নয়
কারণ এক হাত বাড়ালেই তুমি এখন দশ দিগন্ত ছুঁতে পারো!

তুমি এখন কতো আধুনিক মেয়ে— কতো——
আমি হয়ত তোমাকে আর চিনতেই পারবো না
আচ্ছা তোমার গায়ের সুরমা রঙটা কি এখনও আছে?
নাকি মেকাপ, ফাউন্ডেশনের চিপায় চিপায় চাপা পড়ে গেছে?
তোমার নাকটা কি আগের মতোই মাঝে চাপা আছে
নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছো—?

জানো, পরিচিতজনরা এখন আমাকে দেখলে টিপ্পনী দেয়
নাক চ্যাপ্টা বিউটি কুইনের সাবেক অমুক-তমুক বলে
নাটকের রিহার্সালের কথা মনে করিয়ে দিতে চায়
আচ্ছা তুমিই বলো, আমি কি এখন আর তোমার উপযুক্ত আছি?
তুমি এখন সেলিব্রাটি হয়েছো
তোমার লাইকার, কমেনটার, ফলোয়ারের কোনো সীমা-পরিসীমা নেই
এখন কোথায় তুমি
আর কোথায় আমি!!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৬-০৩-২০১৭ | ২১:০১ |

    বেশ কিছুদিন আপনাকে না দেখতে পেয়ে বেশ দুঃশ্চিন্তাগ্রস্ত ছিলাম।
    সম্ভবত শারীরিক অসুস্থতায় ছিলেন। আপনার কবিতা ব্লগের প্রাণ প্রিয় কবি।

    আশা করবো নিয়মিত আমার লিখা থেকে শব্দনীড় বঞ্চিত হবে না। ধন্যবাদ।

    GD Star Rating
    loading...
    • জসীম উদ্দীন মুহম্মদ : ১৬-০৩-২০১৭ | ২২:৫৬ |

      আমি নিজে দীর্ঘদিন ধরে অসুস্থ। তার উপর আমার চাচা (ছোট আব্বা) কে নিয়ে গত মাসের ২১ তারিখ থেকে
      হাসপাতালে ছিলাম। কিন্তু আমাকে চাচাকে বাঁচাতে পারিনি। উনি গত ৪ তারিখ ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে
      অইন্না ইলাইহে রাজিউন। তার আত্মার মাগফেরাতের জন্য আপনার মাধ্যমে ব্লগের সকল লেখক বন্ধুদের দোয়া
      কামনা করছি।।
      আজ আমি আল্লাহর ইচ্ছায় কিছুটা সুস্থ বোধ করছি। তাই আবারও শব্দ নীড়ে আসলাম। এবং এখানেই প্রথম। অন্য কোনো ব্লগে এমন কি ফেসবুকেও আমি এই কয়দিন যাইনি ভাইয়া।।

      ভালোবাসা জানবেন অফুরান—।।

      GD Star Rating
      loading...
    • মুরুব্বী : ১৮-০৩-২০১৭ | ১০:২৪ |

      ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
      আমরা শব্দনীড় পরিবার তার আত্মার মাগফেরাত কামনা করছি। আমীন।

      GD Star Rating
      loading...
  2. আনু আনোয়ার : ১৬-০৩-২০১৭ | ২২:৫৬ |

    বেশকিছুদিন আপনার অনুপস্থিতিতে আপনাকে মিস করেছি। আজকে আপনার কবিতা পেয়ে আপ্লুত হলাম।

    আশা করব ভাল আছেন। শুভকামনা রইল।

    GD Star Rating
    loading...
    • জসীম উদ্দীন মুহম্মদ : ১৬-০৩-২০১৭ | ২৩:০৮ |

      সত্যি আল্লাহর ইচ্ছায় এখন কিছুটা ভালো আছি আনু ভাই।। কৃতজ্ঞতা জানবেন।।

      GD Star Rating
      loading...