ভয়

এই তো কিছুদিন আগেও বারবার বিষম খেতাম
এখন আর খাই না
সবকিছু কেমন জানি গা সওয়া হয়ে গেছে!

গোলাপের চায়ের স্টলে মাঝে মাঝে রাত পোহাতো না
সেই গোলাপ এখন রিয়াদে থাকে
মাঝে-মধ্যে মোবাইলে কল দেয়
বলে, খুউব ভালো আছি স্যার— খুউব ভালো আছি
আপনি কেমন আছেন স্যার?
আপনারা কেমন আছেন—?

ভালো আছি, শুনলে আমারও বরাবরই ভালো লাগে
চুম্বন,লেহন, মর্দন শেষে আস্তে আস্তে চরম পুলকের দিকে
এগিয়ে যেতে খুউব ইচ্ছে করে!

আমি পারি না
নিলক্ষার চরের গরু, ছাগল, ভেড়া- ওরা যা পারে
আমি তা-ও পারি না!

গোলাপকে বলতে পারি না
আমি খুব খারাপ আছি——
যদিও আমার টাক মাথার উপর এখনও আকাশ আছে
যদিও এখনও নিঃশ্বাস নেওয়ার মতো কামুক বাতাস আছে
যদিও এখনও পা ফেলার মতো কিছুটা সুবোধ মাটি আছে!

গোলাপকে বলতে পারিনি
আজকাল আমি কবিতা লিখতে ভয় পাই
আমার চারপাশে অক্টোপাসের মতো ভয়েরা ঘুরে ফিরে
ডানের ভয়
বামের ভয়
ঊর্ধ্বের ভয়
অধঃ এর ভয়
চারদিকে কেবল ভয় আর ভয়!

গোলাপ ফুটপাতের একজন চায়ের দোকানি
গোলাপ আমার কবিতার একজন ভক্ত পাঠক
গোলাপ ফুলের মতোই আমি এখনও তার গন্ধ পাই;
তাকে আমি কী করে বলি,
আমি কবিতা লেখা ছেড়ে দিতে চাইছি গোলাপ
আমি আর কবিতা লিখবো না—-
আমি জানি তুমি খুব কষ্ট পাবে, তোমার খুউব কষ্ট হবে
আমারও খুউব খুউব কষ্ট হবে—-
তবুও—- তবুও —— তবুও —-!!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৪ টি মন্তব্য (লেখকের ৭টি) | ৭ জন মন্তব্যকারী

  1. সাইদুর রহমান : ১৪-০১-২০১৭ | ২০:২০ |

    দারুণ! অভিব্যক্তি।
    প্রবাসীদের কথা স্বরণ করিয়ে দিলেন, শ্রদ্দেয় কবি মি. জসিম উদ্দিন মুহাম্মদ

    GD Star Rating
    loading...
  2. মোঃ খালিদ উমর : ১৪-০১-২০১৭ | ২০:২৫ |

    দেখলাম এবং বেশ ভাল লাগা জানিয়ে গেলাম কবি।

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ১৪-০১-২০১৭ | ২০:৫৮ |

    বরাবরের মতো অসাধারণ লিখন।
    অভিনন্দন প্রিয় কবি জসীম উদ্দীন মুহম্মদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  4. মামুন : ১৪-০১-২০১৭ | ২১:২৩ |

    আমি পারি না
    নিলক্ষার চরের গরু, ছাগল, ভেড়া- ওরা যা পারে
    আমি তা-ও পারি না!- কেমন যেন নি:সব মনে হলো, রিক্ত অনুভব এলো।

    ভালো লাগলো, সুন্দর অনুভব।

    GD Star Rating
    loading...
  5. শামীম বখতিয়ার : ১৪-০১-২০১৭ | ২১:৪১ |

    স্তব্ধ হয়ে পড়লাম। চমৎকার ভাবাদর্শন বাস্তবতার রেশ লেগে লিখাটি হয়েছে আরোও মর্মস্পর্শী।
    শুভকামনা জানবেন

    GD Star Rating
    loading...
  6. একজন নিশাদ : ১৫-০১-২০১৭ | ০:৫১ |

    ভাললাগা জানুন

    GD Star Rating
    loading...
  7. ফকির আবদুল মালেক : ১৫-০১-২০১৭ | ২০:০৭ |

    এক কথায় যদি বলি তবে বলতেই হয়… অসাধারণ।

    GD Star Rating
    loading...