পরবর্তী প্রেমিকা আমার,
খুব সৌভাগ্যবতী, খুব কপালী আর পয়মন্ত হবে।
পরবর্তী প্রেমিকা’কে খুব করব নিপীড়ন আর স্বৈরশাসন –
নির্যাতন করব – শাসন করব
বারণ করব – হরণ করব।
মারাঠি নথ আর ঘুঙুর বেঁধে
বন্দি করব রুদ্ধ প্রেমে;
মেদ গলা দুপুর গরমে-
তক্কে তক্কে তাকে শেখাবো রক্তক্ষরণ।
পরবর্তী প্রেমিকা’কে খুব জ্বালাবো- খুব কাঁদাবো,
বুকের মধ্যে হূল হুল ফোটাবো –
চোখের মধ্যে সুই ফোটাবো;
প্যারাফিন মোম ঢালব নাসারন্ধ্রে
পেট্রোলিয়াম জেলি ঢালব অন্তঃকর্ণে ,
পায়ের তলায় ফোটাবো সেফটিপিন।
তাকে বলব-
রক্ত হও- ক্ষার হও
লবণ হও- ঘাম হও
জল হও- জ্বর হও।
তাকে বলব,
দগ্ধ হও- শুদ্ধ হও
আরাধ্য হও- ঋদ্ধ হও।
পোড়ামুখী,
তোকে দেব কাটা-ছেঁড়া, রক্ত মাংস প্রেম
তোকে দেব গজ ব্যান্ডেজ আর সেলাই প্রেম
তোকে দেব ভায়োডিন আর ন্যাপথালিন প্রেম।
দুপুরের মতন চোখ তুলে তাকিয়ে থাকা পথে-
বুধবার বলে আসব না শনিবারেও,
ভুলে যাব জন্মদিন, চন্দ্র-দিন।
চিঠি লিখব না, পাঠাবো না পত্র –
লিখব না স্মারকলিপি, লিখব না কবিতা।
পরবর্তী প্রেমিকা,
তোমাকে দেব দুঃখ কষ্ট আর অনাদর প্রেম-
তোমাকে দেব এক মুঠো চাল- দো’চালা ঘর
তোমাকে দেব পোড়া মরিচ, পিঁয়াজ সানকির প্রেম।
তোমাকে দেব শাপ- অভিসম্পাত;
তোমাকে অভিশাপ নারী,
পরবর্তী প্রেমিক তোমার কবি’ই হোক।
loading...
loading...
খুব সুন্দর
loading...
ধন্যবাদ ও শুভেচ্ছা এই মেঘ এই রোদ্দুর
ভালো থাকবেন
loading...
পরবর্তী প্রেমিকার জন্য সুসংবাদ না দুঃসংবাদ সেটা ঈশ্বরই ডিসাইড করবে মনে করি।
loading...
হা হা, মুরুব্বী মজার মন্তব্য করেছেন। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন!
loading...
কবি ভাবনায় ঋদ্ধ হলাম কবি জাহিদ অনিক ভাই। অভিনন্দন কবি।
loading...
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুমন আহমেদ
loading...
প্রেমের প্রতি প্রেমিকার প্রতি খুব জেদ বেধেছেন বলে মনে হচ্ছে কবি। এরকম জেদে তো বিপদই বেশি বলে মনে হয়। তয় একটু সাবধানে থকবেন কিন্তু। জানেনই তো বর্তমান দেশের অবস্থা।
আপনার কবিতায় ভালোবাসা রেখে গেলাম।
loading...
হা, হা, নিতাই বাবু আপনার সচেতনতা মূলক মন্তব্য ভালো লাগছে বৈকি!
আপনাকেও শুভেচ্ছা ও ভালোবাসা
loading...
পরবর্তী প্রেমিক তার কবি’ই হোক।' তবে তাই হোক কবি তবে তাই হোক জাহিদ অনিক।
loading...
থ্যাংকস এ লট কবি সাজিয়া আফরিন
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন
loading...
আর থাক ভালোবাসাময় ভালোবাসা কবি জাহিদ ভাই।
loading...
ধন্যবাদ কবি সৌমিত্র দা !
loading...
বাহ্ কী সুন্দর কবিতা প্রিয় কবি দা। শুভেচ্ছা অফুরান।
loading...
ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি রিয়া দি'ভাই !
loading...