চিঠি কাব্য

কেউ একজন একটা চিঠি লিখুক
একটা পৃষ্ঠা নিক সে টেনে-
যেভাবে কেউ খুব কাছে টানে; হ্যাঁচকা-টানে আপনজনকে,
ভাঁজ করুক ডানে বামে,
যেমন ভাঁজে বই’এ জন্মে ময়ূর পালক।

তাথাপি,
যদি কিছু লেখবার না থাকে
তবে যেন খালি রেখেই সমাপ্ত করে চিঠি।
ও’টা আমা পর্যন্ত পৌঁছলে ছোটবেলায় শেখা খালিঘর পূরণের মত
কিছু শব্দ ও’তে আমি দিয়ে দেব,
খালি ঘর পূরণে জুড়ি আমার নেই।
কখনো কারও ঘরের চালা ফুটো হয়ে জল গড়ালে
ছন হয়ে কাটিয়েছি রাত,
কারওবা রাত্রি বেলায় অসুখ হলে ওম হয়েছি জ্বরের ঘোরে
ডাক্তারের মতন গলায় বুকে আঙুল ডুবিয়ে মেপেছি জ্বরের মাত্রা
বুকে কান পেতে শুনেছি নিঃশ্বাস-প্রশ্বাস;
তারপর, তালুর মধ্যে আঙুল রেখে পেন্সিলের মত ক’রে লিখেছি ব্যবস্থাপত্র।

পরীক্ষার হলে ঢোকা তড়িঘড়ি ছাত্রের মত বইয়ের পাতায় শেষবারের মতন চোখ বুলিয়ে-
প্রশ্নপত্র পাওয়ার পর যেভাবে লেখে ১ নম্বর প্রশ্নের উত্তর (ক);
তারপর ভুল করে লিখে বসে পেছনের পাতা থেকে ৬ নম্বর প্রশ্নের শেষ উত্তর,
সেভাবে কেউ লিখুক এপিঠ ওপিঠ উল্টেপাল্টে – ভুলে-ভালে;
ভুল করা বানানে, ভুল ভাবা কথায়
আর
ভুল মানুষের কথা শুনে বড্ড অভ্যস্ত আমি।

দাপ্তরিক চিঠিপত্র যেরকম হয়,
কার কাছে লিখছি –
কেন লিখছি-
কখন লিখছি-
তারিখ –
স্মারক নাম্বার-
কম-মূল্যের ডাকটিকিট –
চিঠির শেষে সদয় অবগতির জন্য সংযুক্তি;
সেরকম সরকারি নীল খামে হলেও কেউ লিখুক অন্তত কিছু আদেশ – বিধিনিষেধ
অথবা তাৎক্ষণিক বদলি কিংবা স্থগিত অর্ডার।

এমন চিঠি কে লিখবে আমায়?
যেরকম চিঠি-
প্রেমিকা লেখে প্রেমিক’কে-
বাবা লেখে সন্তানের কাছে
স্ত্রী লেখে স্বামীর কাছে
বন্ধু লেখে বন্ধুর কাছে
শত্রু লেখে শত্রুর কাছে
মেঘ লেখে বৃষ্টির কাছে
পাহাড় লেখে সমুদ্রের কাছে
প্রদীপ লেখে শিখার কাছে
মংলা লেখে ভেনিসের কাছে।

আমার জন্য কে লিখবে এমন চিঠি –
যে চিঠিতে আমি থাকব না!
কে লিখবে এমন চিঠি?
যে চিঠিতে সে থাকবে না!
কে লিখবে এমন চিঠি-
যে চিঠিতে শব্দের বদলে জলছাপ থাকবে-
নিত্য এমন পুরানো চিঠি কে লিখবে আমার কাছে?
যে চিঠিতে সমুদ্র-গন্ধী বাতাস থাকবে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ১৩ জন মন্তব্যকারী

  1. শান্ত চৌধুরী : ১৪-০৭-২০১৯ | ১৫:০৬ |

    চমৎকার

    GD Star Rating
    loading...
  2. এই মেঘ এই রোদ্দুর : ১৪-০৭-২০১৯ | ১৫:৩০ |

    সুন্দর কবিতা ভালো লাগলো

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ১৪-০৭-২০১৯ | ১৬:৫৬ |

    চিঠি কাব্যে অভিনন্দন মি. জাহিদ অনিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  4. শাহাদাত হোসাইন : ১৪-০৭-২০১৯ | ১৯:৫৬ |

    কপাল,দুই জায়গাতেই আপনার পোস্ট পড়লাম।

    GD Star Rating
    loading...
  5. রুকশানা হক : ১৪-০৭-২০১৯ | ২১:৩১ |

    এমন চিঠি পেলে সে লিখতে বাধ্য হবেই। চমৎকার ।    

    GD Star Rating
    loading...
  6. সুমন আহমেদ : ১৪-০৭-২০১৯ | ২১:৩৫ |

    মুগ্ধ করার মতো কবিতা জাহিদ ভাই। কেন যে আপনার লিখা নিয়মিত পাই না। Frown

    GD Star Rating
    loading...
  7. রিয়া রিয়া : ১৪-০৭-২০১৯ | ২১:৪০ |

    কেউ না কেউ লিখবে নিশ্চয়ই একদিন প্রিয় কবি দা। অপেক্ষা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  8. অর্ক : ১৪-০৭-২০১৯ | ২১:৪৫ |

    দারুণ লাগলো। শুভেচ্ছা রইলো। 

    GD Star Rating
    loading...
  9. সৌমিত্র চক্রবর্তী : ১৪-০৭-২০১৯ | ২২:২৫ |

    মন ভরে গেলো জাহিদ অনিক ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  10. সাজিয়া আফরিন : ১৪-০৭-২০১৯ | ২২:২৬ |

    মুগ্ধ হলাম কবি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  11. আবু সাঈদ আহমেদ : ১৪-০৭-২০১৯ | ২৩:০০ |

    উচ্চ মানের কবিতা।

    GD Star Rating
    loading...
  12. শাকিলা তুবা : ১৪-০৭-২০১৯ | ২৩:৩১ |

    সুন্দর।

    GD Star Rating
    loading...
  13. আসিফ আহমেদ : ১৫-০৭-২০১৯ | ১৭:১৩ |

    পড়তে খুব ভালো লাগলো। অনেক মর্ডান এবং প্রচলিতের চেয়ে খুব অন্যরকম। বোঝা যায় কল্পনা শক্তি, সৃজনশীলতার খনি আছে আপনার। অভিনন্দন জাহিদ অনিক https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...