বলড্যান্স

বলরুমে হাইহিল পড়া বেঁটে মেয়েটা অপ্রস্তুত তাকিয়ে দেয়ালে টাঙানো ঘড়ির দিকে-
এখনো কিছু মিনিট হাতে আছে, এক হাতে দস্তানা পড়ে নিয়েছে
অন্যহাতেও পড়বে, নাকি এই হাতের থেকেও খুলে ফেলবে সেই চিন্তা
কিংবা উপযুক্ত সঙ্গী খুঁজে পাওয়া নিয়ে যখন প্রবল অস্বস্তি-বোধ;
খালি হাতের উপর ভারী একটা হাত রেখে পুরুষালী গলায় জিজ্ঞেস করলাম
– ডু ইউ ড্যান্স, মিসেস — —–
আকস্মিকতায় কিছুটা বেঁকে গিয়ে এক ঝটকায় দস্তানাটা পড়ে,
হাতে হাত রাখতে রাখতে বললে,
– ইলি, মিস ইলি।

স্বল্প-দুর থেকে এতক্ষণ চোখে যে সংশয় ও দ্বিধা রেখা যাচ্ছিলো
কাছে আসতেই সেটা মনে হল সম্মোহনী রূপ নিল
অর্কেস্ট্রা দু’বার কেশে উঠে তালে বাজতে শুরু করলো
মিস ইলি হাতে হাত রেখে চোখ ইশারা করে বললে,
– মিস্টার, এসেই যখন পড়েছ কোমরটা শক্ত করে ধরো, পড়ে যাব তো!

স্যাক্সোফোন বেজে উঠতেই একে অপরের আরও কাছাকাছি চলে গেলাম-
স্টেপগুলো কেমন গুলিয়ে যাচ্ছিলো, এক-দুই-তিন— তিন-দুই-এক
দু’পা পেছন থেকে সামনে ঘুরতেই মিস ইলি এক ঝটকায় নিজেকে টেনে এনে ফেলল আমার হাতের তালুর উপরে-
ভায়োলিনের দুই স্কেল বেজে উঠতেই মিস ইলির কোমর ধরে-
আলতো ক’রে ছুড়ে ফেললাম উপরের ঝাড়বাতি বরাবর,
স্টেপ গুণে গুণে ফিরে আসতেই শূন্য থেকে আবার হাতের গ্রীবায়-
একদম যেন গলে যাওয়া মোমের মত এঁটে গেলেন মিস ইলি।

অর্কেস্ট্রা একদম চুপ-
গ্র্যান্ড হল জুড়ে শুধুমাত্র কেবল পতিত হওয়া সাদা পোশাকি রমণীদের
ফুসফুস দ্রুত ওঠানামা করার সরল ছন্দিত স্পন্দন-
আর ঘন নিঃশ্বাসের ভারী শব্দ।

দু’টি ত্রিভুজ চোখ যেন নীলাভ ধোঁয়াশে বিষ হয়ে আচ্ছন্ন করে ফেলছে মগজ ও রক্তনালী-
পা’এর বিন্যাসের সাথে সমঝোতা করতে পারছে না হাতের কব্জি-
পেঁচিয়ে পেঁচিয়ে যেন পড়ে যাচ্ছি বলরুম ফ্লোরে;
মনে হলো অনেকক্ষণ – কয়েক হাজার বছর পরে অকস্মাতই অর্কেস্ট্রা আবার বেজে উঠল-
আবার আমরা পা’য়ে পা মেলাতে লাগলাম।

বিদায়ের ভায়োলিন করুণ শব্দে থেমে থেমে বেজে একসময় নিশ্চুপ হয়ে গেল-
নিজেকে ছাড়িয়ে নিয়ে,
মাথা ঝুঁকে জাপানিজ কুর্নিশ করে-
কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেলেন মিস ইলি।
তবুও আমি-
এক হাতে একটি হাত, অন্য হাতে একটি চিকন কোমর জড়িয়ে ধ’রে
স্টেপ গুণে যাচ্ছি——– এক-দুই-তিন!

০৩ রা নভেম্বর, ২০১৮

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৭-১১-২০১৮ | ১৯:২৯ |

    চোখের কোলে মনো-কল্পনায় কবিতার চিত্রায়ণ কেমন হবে তাই যেন নেচে উঠলো। অভিনন্দন মি. জাহিদ অনিক। Smile

    GD Star Rating
    loading...
    • জাহিদ অনিক : ০৮-১১-২০১৮ | ৬:১৯ |

       

       

      ইয়েস ! ইয়েস ! ডিয়ার মুরুব্বী-
      ইউ হ্যাভ গট দ্যা রাইট পয়েন্ট, এভ্রিথিং ইজ ইমাজিনেশন। 
      আই হার্ডলি হ্যাভ এক্সপেরিয়েন্স অফ বলড্যান্স। 

      গুড মর্নিং 

      GD Star Rating
      loading...
  2. মিড ডে ডেজারট : ০৭-১১-২০১৮ | ১৯:৩৯ |

    আমি নিশ্চিত কবিতা বিষয়ে আপনি খুব স্বচ্ছ ধারণা নিয়ে লিখেন। আধুনিক কবিতার সব অনুষঙ্গ আপনার জানা। এটা সম্ভবত আপনার অন্যতম শ্রেষ্ঠ একটা কবিতাঃ আধুনিকতায়, বিনির্মাণে, ব্যঞ্জনায়– সব কিছুতেই।

    অপার মুগ্ধতা!

    পড়লাম

    এবং

    পড়তেই ইচ্ছে করছে।

    GD Star Rating
    loading...
    • জাহিদ অনিক : ০৮-১১-২০১৮ | ৬:২২ |

       

      নো ডাউট, ইটস অ্যা ভেরি বিগ কপ্লিমেন্ট ফ্রম ইউ টু মি, ডিয়ার মিঃ মিড ডে ডেজারট 

      আই এম রিয়েলি অনার্ড এন্ড গ্রেটফুল- হ্যাভ অ্যা গুড ডে। 

      GD Star Rating
      loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ০৭-১১-২০১৮ | ১৯:৪৮ |

    দারুণ দারুণ দারুণ। তৃতীয় মৃগ্ধতায় অভিনন্দন জাহিদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • জাহিদ অনিক : ০৮-১১-২০১৮ | ৬:২৩ |

       

      থ্যাংকস অ্যা লট ডিয়ার সৌমিত্র দা। 
      উইশ ইউ অ্যা ভেরি গুড মর্নিং, হ্যাভ অ্যা গুড ডে ডিয়ার 

      GD Star Rating
      loading...
  4. রিয়া রিয়া : ০৭-১১-২০১৮ | ১৯:৫৬ |

    সুন্দর হয়েছে কবি জাহিদ দা।

    GD Star Rating
    loading...
    • জাহিদ অনিক : ০৮-১১-২০১৮ | ৬:২৭ |

       

      আই অ্যাম রিয়েলি ফিলিং গ্রেটফুল টু ইউ দিদিভাই,
      ইউর কমেন্টস আর অলোয়েজ অ্যাডোর‍্যাবল। 
      Thank you for your attention

      GD Star Rating
      loading...
  5. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ০৮-১১-২০১৮ | ২:১৮ |

    * আপনার কবিতায় বরাবরের মতই মুগ্ধ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  6. রুকশানা হক : ০৮-১১-২০১৮ | ৮:৫৬ |

    একটি কবিতা কি করে নাড়া দিতে পারে, কি করে বলরুম, হলরুম কাঁপিয়ে পাঠকমুগ্ধতা কেড়ে নিতে পারে তা এ কবিতা না পড়লে বুঝা যাবে কি?  

    দারুণ ভাবনা । সাধুবাদ এবং শুভেচ্ছা !  

    GD Star Rating
    loading...
    • জাহিদ অনিক : ০৯-১১-২০১৮ | ১৭:৫৪ |

       

      কবি রুকশানা হক 
      অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কবিতাটি পড়ে আপনার দুর্দান্ত একটি মন্তব্য রেখে যাওয়ার। 
      অনুপ্রাণিত হ'লাম।

      শুভ সন্ধ্যা 

      GD Star Rating
      loading...