তুলনামূলক যুগলতত্ত্ব

কমপক্ষে একজন নারীকে আমি চিনি- যে শাড়ি প্যাঁচাতে জানে না
আমিও পারি নে; পয়েন্ট টেবিলে সমতা।
সে ভালবাসতে জানে না-প্রেম করতে জানে না- চুমু খেতে জানে না
অন্তত আমাকে তো খায়নি কোনদিন; আমিও না———-
আবারও সমতা; ২:২

বল এবার আমার কোর্টে-
প্রতিপক্ষকে দুর্বল ভাবতে নেই ঠিকই
কিন্তু যখন সে মত্ত থাকে চরম ফ্যান্টাসিতে – বেহুঁশ ভাবা অনুচিত নয়;
আমার প্রতিপক্ষ- আমার চেনাজানা নারী-
আমাকে সে আ-জীবনকাল ভেবেছে কাপুরুষ-
অথচ সে জানে নিজেও,
সান্ধ্য আইনে বিছানার রাজত্ব তার হলেও জয়ী হবার মত কিছু শব্দ আমারও আছে;
ব্রহ্মাস্ত্র তুলে রাখা আছে——–

এ এমনই এক বাণ, যাতে মৃত্যুও আছে মোক্ষলাভও আছে-
প্রেমও আছে বিরহও আছে;
বুকে বিঁধলে প্রেম আর নিশানা মাথায় হলে রক্তক্ষরণে নির্ঘাত মৃত্যু।।

গর্দানের সামনে যখন বক্র-ছুরি—সময় অপচয় তখন খামখেয়ালীপনা
একটা তাই অব্যর্থ অস্ত্র নিশানা করতেই হল-
তাকে বললাম,
“তুমি রমণী, তুমি নারী, তুমি কামিনী-তুমি যামিনী—————— ”

শেষ কথাটা আমাকে আর সে বলতে দিল না
তার পূর্বেই চোখ তার হয়ে উঠলো নীল – শরীরের চামড়া হয়ে গেল ফ্যাকাসে –
বাণ প্রেমের হয়নি, হয়েছে মৃত্যুর।

এই অব্যর্থ মৃত্যুবাণেরও আছে নিরাময়-
দাওয়াই আছে গাছের চূড়ায়- গাছ আছে জংগলে- জংগলে আছে পাঁচটা বটবৃক্ষ,
বৃক্ষের শিকড় উঠেছে হাতির পায়ের ছাপ থেকে-
বৃক্ষের মাথায় আছে গোখরো সাপ- সাপেই আছে শাপমোচন।

অহর্নিশ যে যাতনা নারীর বুকে-
যে বিষ তার সমগ্র শরীরে-
যে সত্তা সে করে আছে ধারণ;
তত্ত্বকথায় তার কেন এত ভারী হয় কান?
বর্ষার জলে কিসের এত মৃত্যু তাড়না তার?
প্রবল বর্ষণে ‘পুরুষ’ নামক যে শব্দে ভারী হয় কান –
যে শব্দের মধ্যে এত শৌর্য-বীর্য ও দাম্ভিকতা – যতটা নারী ভাবে;
তারও কয়েক’শ গুণ অধিক প্রেম-স্নেহ-আদর ও আবেদন থাকে ‘নারী’ শব্দে।।

নারীর নারীত্ব আসলে- আসে পূর্ণতা-
পুরুষের পৌরুষ আসলে- আসে ধ্বংস।
হর্ষ-বিষাদ চলতে হয় যুগপৎ-
অথচ একজন আরেকজনকে ভেবেছে প্রতিদ্বন্দ্বী
নয় যুগল অনুবন্ধী।

ও আমার ঘর গোছানী-পর নারী –
ও আমার রাত্রি জাগা- আদর মাখা –
ও আমার দূর রাণী- রাত কাটেনি –
ও আমার আপনা নারী, মরতে মরতে যাও বেঁচে যাও-
এমন করুণ মৃত্যু হলে বাঁচবে বলে ক’জন পুরুষ ?
তোমার মৃত্যু হলে তোমার জরায়ুতে পচে মরবে অচল পৌরুষ;
ও আমার বেপরোয়া নারী- যাও শুনে যাও অমোঘ দাওয়াই-
যাও শুনে যাও সেই কথাটি – যে কথাটি হয়নি বলা-
‘তুমি যাত্রী-তুমি রাত্রি-তুমি কামিনী-তুমি যামিনী’-
তুমি- তোমার বুকই এই ধরণী।

এবার আবার ফিরে যাই পয়েন্ট টেবিলে-
২:২ এর পরে-
আর কি বিশেষ কিছু ছিল ঠিক গুণে রাখবার মত !

———————
২৭-৮-২০১৮

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৪ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৮ জন মন্তব্যকারী

  1. রিয়া রিয়া : ২৭-০৮-২০১৮ | ১৪:৪০ |

    কবিতাকে চৌকষ ভাবে উপস্থাপনে আপনার জুড়ি আপনি। অভিনন্দন কবি দা।

    GD Star Rating
    loading...
    • জাহিদ অনিক : ২৭-০৮-২০১৮ | ১৯:১০ |

      ধন্যবাদ দিদিভাই- ভালো থাকবেন 

      GD Star Rating
      loading...
  2. শাকিলা তুবা : ২৭-০৮-২০১৮ | ১৬:১৬ |

    সুন্দর কবিতা।

    GD Star Rating
    loading...
    • জাহিদ অনিক : ২৭-০৮-২০১৮ | ১৯:১০ |

       

      ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি। 
      শুভ সন্ধ্যা 

      GD Star Rating
      loading...
  3. ইলহাম : ২৭-০৮-২০১৮ | ১৮:২৮ |

    বাহঃ অপুর্ব! একটু ভিন্ন ধাচhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  4. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২৭-০৮-২০১৮ | ২০:০৫ |

    * কবিতায় বেশ একটা স্বতন্ত্র ভাব খুঁজে পেলাম।

    অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  5. মিড ডে ডেজারট : ২৭-০৮-২০১৮ | ২০:২৯ |

    বিষয়বস্তু খুব দামি লেগেছে। অসাধারণ চিত্রকল্প এবং দক্ষহাতের বুননে দামি বিষয়বস্তুটা আরও দামি হয়ে গেছে।         

    এবার আবার ফিরে যাই পয়েন্ট টেবিলে
    : এর পরে
    আর কি বিশেষ কিছু ছিল ঠিক গুণে রাখবার মত !

    শেষের চরণগুলি লেখাটাকে শক্ত একটা শিরদাঁড়া দিয়েছে।

    GD Star Rating
    loading...
    • জাহিদ অনিক : ২৭-০৮-২০১৮ | ২০:৩৫ |

       

      অথচ কেউ কেউ আমায় বলেছে এই লাইনগুলো নাকি বাড়তি হয়ে গেছে- 
      অনেক চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা মিঃ মিড ডে ডেজারট 

      GD Star Rating
      loading...
      • মিড ডে ডেজারট : ২৭-০৮-২০১৮ | ২২:৩৬ |

        শেষ অনুচ্ছেদে "২:২" এর হিসেবের খাতাটা আপনি আবার খুলেছেন; খুলতে হয়েছে মিলিয়ে দেখার জন্য "আর কি বিশেষ কিছু ছিল ঠিক গুনে রাখবার মত"!

        "আর কি বিশেষ কিছু ছিল ঠিক গুনে রাখবার মত" -এই লাইনটা কবিতাটাকে শক্তি দিয়েছে। আমি যদি এভাবে বলিঃ অনুপাতটা ২:২; substantial আর কিছু নেই তাই সমানুপাত হয়েছে যা কবিতাটার মূল বক্তব্য।   

        GD Star Rating
        loading...
  6. শংকর দেবনাথ : ২৭-০৮-২০১৮ | ২৩:৫৪ |

    অসামান্য রচনা।

    GD Star Rating
    loading...
  7. সৌমিত্র চক্রবর্তী : ২৮-০৮-২০১৮ | ১৫:২০ |

    নিশ্চয়ই ভালো একটি কবিতা।

    GD Star Rating
    loading...
  8. মোঃ খালিদ উমর : ২৮-০৮-২০১৮ | ২০:০৩ |

    মনে হচ্ছে গভীর ভাবনার ফসল। চমতকার! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...