আমার নিঃস্ব হওয়ার নিকষ রাতে-
মহুয়া বনে মাতাল হাওয়া
ডাল ভাঙ্গার চুরমার শব্দে;
নিঃশব্দে-
কলিজার ভিতরে যেন মিশে যাচ্ছে পিত্তরস-
মুখ ভর্তি তিক্ততায়-
কি এক গরল বিষে;
নিমিষেই বুঝতে পারি-টের পাই
দেহে অচেনা মোচড়- অঙ্গপ্রত্যঙ্গের রদবদল
অন্তরের সবটুকু বিষ কানে ঢেলে দিয়ে
কানেকানে কি যেন চাইছে বলতে-
ফিসফাস-
আমি বুঝতে পারি না কিছুই
সব শব্দ অক্ষর দলা পেঁচিয়ে – হিজিবিজি হিজিবিজি
কান ফেটে যায় অশ্রাব্য অশ্লীল শব্দে
পলাতক ঘাতক অসীম ক্ষিপ্ততায়-
দেয়ালে ঠেলে ধরে পিঠ
হাতে চেপে রাখে নাক- ঠোঁটে ঠোঁট
দম বন্ধ করে খুন করতেই যেন সে উদ্যত;
আমিও ভুলে যাই ফেরাতে-
দমে যাই-
যদিওবা ফেরাতে চাই;
সাধ্যি কি থামিয়ে দেই মস্ত এক দানব!
অগত্যা;
থির হয়ে দাঁড়িয়ে রই
ঘাত প্রতিঘাত
ধস্তাধস্তির পরে নিস্তেজ-
বুঝতে পারি ঠিক পর মুহূর্তেই-
আর নেই নিজের একান্ত ব্যক্তিগত কিছুই
কুক্ষণে করেছি অর্পণ
ক্রমশ জমানো প্রেম।
loading...
loading...
আপনার কবিতায় স্বতন্ত্র এক ধারা রয়েছে। বোদ্ধা পাঠক মাত্রই বুঝবেন।

loading...
মন্তব্যের মাধ্যমে প্রীত হ'লাম মুরুব্বী। অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।
loading...
চমৎকার কবি দা।
loading...
অনেক ধন্যবাদো শুভেচ্ছা কবি
loading...
* অনেক সুন্দর প্রকাশ।
ভালো থাকবেন কবি।
loading...
কবিতা পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। ভালো থাকবেন মুহাম্মদ দিলওয়ার হুসাইন
loading...
অনন্য উপস্থাপনা। মুগ্ধ হলাম।
loading...
প্রীতি ও শুভেচ্ছা জানবেন শংকর দেবনাথ
loading...