একটি অরাজনৈতিক প্রেম

পৃথিবীর বুকে বাংলাদেশ আলোড়ন তৈরী করে ফেলল,
আর আমি তোমার বুকে একটা ঢেউও তুলতে পারলাম না।
আমাকে ভর সন্ধ্যায় কে যেন ডাকে অনিক নামে,
কই তোমার দেয়া সেই পরিবর্তিত নামে তো কেউ ডাকে না,
পাকিস্তান থেকে বাংলাদেশ হল,
পাকমোটর থেকে বাংলামোটর হল,
কই আমার নামটাই কেবল পালটালো না!
বিরোধী দলের মত বলে দিতে দ্বিধা নেই,
তোমার দেয়া অসাংবিধানিক প্রেম আমাকে বানিয়েছে একনায়ক,
একদম একনায়ক,
আমি একাই নায়ক, আর কোন কুশীলব নেই।

আচ্ছা ক’টা বাজে এখন ?
রাত ক’টা?
মাঝরাত ছাড়া আমার আবার প্রেম আসে না।
২৫শে মার্চ মাঝরাতেও আমার বুকে প্রেম জেগেছিল,
শব্দ শুনেছিলে তুমি ?
গুলি না, গুলি না, আতশ বাজী!

তোমার দেশে কি সরকার আছে? নাকি নেই ?
সেখানে কি চলে? প্রজাতন্ত্র?
সব প্রজাই তোমাকে চায়, ঠিক আমার মতই?
নাকি স্বৈরতন্ত্র চলে,
জিম্মি করেছ তোমার বিশ্বাসঘাতক প্রেমিককে ?
কিসের দায়ে ? প্রেম পাও নি বলে ?
তুমি যাকে প্রেম বল আমি তাকে সংবিধান বলি,
বারংবার সংশোধনী এসেছে আমার অপ্রেমের সংবিধানে।

প্রজাতান্ত্রিক প্রেম আর সয় না,
বিপ্লব করতে চাইলে বামে
বিপ্লব দেখতে চাইলে ডানে,
ভয় পেয়ে থাকলে প্রেমিকার বুকে যাও
কিছু বলতে চাইলে থেমে যাও, বলা যাবে না।
৫৭ ধারা বাতিল করার আগ পর্যন্ত আমি বলতে পারবো না,
আমি কিছুতেই বলতে পারব না আমি তোমাকে ভালবাসি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৬-০৯-২০১৭ | ২১:১৮ |

    নির্বাচিত প্রেম এবং একটি অরাজনৈতিক প্রেম দুটো কবিতাই আপনার অসাধারণ।
    নিজ প্রসঙ্গে শব্দনীড়ের আপনার প্রোফাইল চত্তরে বায়োগ্রাফি দেয়া নেই।
    সুযোগ সময় করে সেখানে আপনার কর্মময় জীবন সম্পর্কে লিখুন।
    শব্দকার এবং পাঠকের মধ্যে একটি যোগসূত্র থাকা উচিত। Smile

    GD Star Rating
    loading...
    • জাহিদ অনিক : ১৬-০৯-২০১৭ | ২৩:২০ |

      অসংখ্য ধন্যবাদ মুরুব্বি,

      আপনার আন্তরিকতা ও একাগ্রতা আমাকে বেশ বেশ মগ্ধ করেছে।

      আমি খুব শীঘ্রই আমার বায়োতে ইনফো যোগ করে দিব।

      কৃতজ্ঞতা

      GD Star Rating
      loading...
  2. স্বপন চিশতী : ১৭-০৯-২০১৭ | ১৫:২০ |

    তুমি যাকে প্রেম বল আমি তাকে সংবিধান বলি,
    বারংবার সংশোধনী এসেছে আমার অপ্রেমের সংবিধানে। —- মুগ্ধ।
    অনেক শুভেচ্ছা রইল অনীক ভাই।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • জাহিদ অনিক : ১৮-০৯-২০১৭ | ৫:৪২ |

      অসংখ্য ধন্যবাদ স্বপন চিশতী ভাই।

      শুভ সকাল

      GD Star Rating
      loading...