স্বপ্ন বিহীন জীবন
সৌরভ হীন পুষ্পের ন্যায়।
যা সহজে কেউ গ্রহন করে না,সদা বর্জনীয়।
যা জীবনের দীর্ঘ পথের বিচরণকে
কঠিন থেকে কঠিনতর করে।
স্বপ্ন বিহীন জীবন
নদীর স্রোতে খড়কুটোর মতো উদ্দেশ্য বিহীন ভাসতে থাকে,
যা খুজে পায় না কূল বা ঠাঁই।
তাদের জীবনটা আবার-
বসন্ত দূতের ন্যায় ছন্নছাড়া,
থাকে না কোনো আপন নীড় বা সংসার।
পুরো জীবন বাস কীতে হয়
সুখ ও দুখের চক্রে দুখের সাথে।
মানব জীবনটা যেমন দামী
তেমন দামী একটি রঙিন স্বপ্ন।
স্বপ্ন নিয়ে বাঁচো, স্বপ্ন বিহীন বেঁচে না,
তাহলে জীবনের স্বাদ ভোগ করতে পারবে না।
জীবনকে বাঁচাতে পারে স্বপ্ন
তাই স্বপ্ন নিয়ে হলে একদিন বাঁচো, স্বপ্ন বিহীন লক্ষ কোটি বছর নয়।
স্বপ্নের সাথে বারংবার করমর্দন করো
কোনো মতো স্বপ্নকে অভীষ্ট লক্ষ্য থেকে পদস্খলন করো না।
তাহলে জীবনের স্বাদ গ্রহন করতে পারবে না।
স্বপ্ন নিয়ে বাঁচো, স্বপ্ন নিয়ে বাঁচো, স্বপ্ন বিহীন নয়
রচনাকালঃ
২০/০৯/২০২১
loading...
loading...
স্বপ্ন বিহীন জীবন
নদীর স্রোতে খড়কুটোর মতো উদ্দেশ্য বিহীন ভাসতে থাকে,
যা খুজে পায় না কূল বা ঠাঁই। স্বপ্ন নিয়ে বাঁচো, স্বপ্ন নিয়ে বাঁচো, স্বপ্ন বিহীন নয়।
loading...
অসাধারণ উপলব্ধি।
শুভেচ্ছা
loading...