৮+৬ অক্ষরবৃত্ত ছন্দ
যাকে আমি বাসি ভালো সদা পড়ে মনে
হোক সে তো যত কালো নিখিল ভুবনে।
নব নব স্বপ্ন আশা দিতে প্রিয়া তুমি
তারই জন্য আমি তবে তোমাকে তো চুমি।
হাতে হাত রেখে প্রিয়া ঘুরে কত বেলা
মন অভিলাষে মোরা খেলেছেি যে খেলা।
বলেছি বাঁধিবো ঘর দিয়েছিলে আশা
বলেছিলে হবে না পর মুখে নাই ভাষা।
জীবন নদের স্রোতে চলে গেলে তুমি
বিরহ অনলে পুড়ে বেঁচে আছি আমি।
অন্যের ঘরণী তুমি আমি শুধু একা
তুমি হীন প্রেমে নেই আনন্দেরই দেখা।
রচনাকালঃ
০৩/০৭/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
প্রেমিকা,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
জীবন নদের ঝড়ে চলে গেলে তুমি
বিরহ অনলে পুড়ে বেঁচে আছি আমি।
অন্যের ঘরণী তুমি আমি শুধু একা
তুমি বিহীন পাইনা আনন্দেরই দেখা। ___ অভিনন্দন প্রিয় কবি অপূর্ব।
loading...
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল।।
loading...