৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
জীবন নদে চাওয়া পাওয়ার
সীমা নাই যে তবে,
আশায় আশায় দিবস কাটে
আরো পাবে কবে।
লাগামহীন তো মনের চাওয়া
মানব জীবন তরে,
লোভী জনের জীবন ওই না
ধুঁকে ধুঁকে মরে।
লোভ জিনিসটা অতি মন্দ
দ্বন্দ্ব লাগায় ভালো,
জীবন মুখে লোভের ফাঁদে
দেখে না তো আলো।
আছে যার ওই যতটা বেশি
আরো চাই সেই লোকে,
পাওয়ার আশায় না পাওয়াতে
জীবন কাটে শোকে।
যা পেয়েছো খুশি থাকো
এই না জীবন নদে,
বেশি চাওয়া বেশি পাওয়া
ভুল যে পদে পদে।
রচনাকালঃ
১৫/০৮/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
লোভ লালসা,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
স্বরবৃত্ত কিন্তু ছন্দে তাল নেই। আরও সুন্দর আশা করি।
জীবন বাঁকে চাওয়া পাওয়ার
নেইকো সীমা অল্প
মনের তাকে রাখি জমা
চাওয়ার পাওয়ার গল্প।
এই দুনিয়ার সুখ সমৃদ্ধি
সাজাই থরে থরে
টাকা কড়ি মোহ মায়া
জমাই মনের ঘরে।
লোভী মনে আরও চাওয়া
জমা হয়ে থাকে,
না পেলে হায় কষ্টের তুফান
মনের বাঁকে বাঁকে।
এই দুনিয়া ছাড়তে হবে
দিবানিশি ভুলি,
সুখ ক্ষমতা এনে নিত্য
ভরি মনের ঝুলি।
ভাবি নাতো একবার বসে
লোভ তো মন্দ কর্ম,
মরে গেলে গোর আঁধারে,
পঁচে যাবে চর্ম।
আছে আমার আরও যে চাই
বিত্ত বৈভব কড়ি
মরলে গোরে পুড়বো তবু
মনে মোহ গড়ি।
যা পেয়েছি তাতে আমি
রই না অল্প খুশি,
আরও বিত্তের পাহাড় গড়বো,
স্বপ্ন মনের পুষি।
চাই হেদায়েত আল্লা'র কাছে
লোভ কমিয়ে দাও গো,
ঈমান যদি থাকে ঠিকঠাক
শূন্যে তখন নাও গো।
জীবন বাঁকে চাওয়া পাওয়ার
নেইকো সীমা অল্প
মনের তাকে রাখি জমা
চাওয়ার পাওয়ার গল্প।
এই দুনিয়ার সুখ সমৃদ্ধি
সাজাই থরে থরে
টাকা কড়ি মোহ মায়া
জমাই মনের ঘরে।
লোভী মনে আরও চাওয়া
জমা হয়ে থাকে,
না পেলে হায় কষ্টের তুফান
মনের বাঁকে বাঁকে।
এই দুনিয়া ছাড়তে হবে
দিবানিশি ভুলি,
সুখ ক্ষমতা এনে নিত্য
ভরি মনের ঝুলি।
ভাবি নাতো একবার বসে
লোভ তো মন্দ কর্ম,
মরে গেলে গোর আঁধারে,
পঁচে যাবে চর্ম।
আছে আমার আরও যে চাই
বিত্ত বৈভব কড়ি
মরলে গোরে পুড়বো তবু
মনে মোহ গড়ি।
যা পেয়েছি তাতে আমি
রই না অল্প খুশি,
আরও বিত্তের পাহাড় গড়বো,
স্বপ্ন মনের পুষি।
চাই হেদায়েত আল্লা'র কাছে
লোভ কমিয়ে দাও গো,
ঈমান যদি থাকে ঠিকঠাক
শূন্যে তখন নাও গো।
loading...
কোথায় তাল ও ছন্দ পতন হয়েছে।
বললে কৃতজ্ঞ থাকবো।
শুভকামনা রইল।।
loading...
যা পেয়েছো খুশি থাকো
এই না জীবন নদে,
বেশি চাওয়া বেশি পাওয়া
ভুল যে পদে পদে।
loading...
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল।।
loading...