৪+৪/৪+২
বন্ধু তোমার কথা শুনে
কষ্ট লাগে মনে,
ক্যামন বন্ধু তুমি আমার
ভাবি ক্ষণে ক্ষণে।
ইচ্ছে ছিলো তুমি আমি
পাশাপাশি রইবো,
একে অন্যের মনের কথা
প্রাণটা খুলে কইবো।
ইচ্ছে ছিলো দুজন মিলে
ঘোরাঘুরি করবো,
সুখ দুখের ওই চক্রে আমরা
সুখটাকে যেই ধরবো।
কেন তুমি এমন করো
জানি না তো আমি,
তোমায় আমি ভরসা করি
জানেন অন্ত’র্যামী।
জীবনের ঘাত প্রতিঘাতে
লড়তে তবে চেয়ে ,
সুখ উল্লাসে মেতে আছে
অন্যজনকে পেয়ে।
হয়তো আমার ওই বড় ভুল
বন্ধু বাছাই করা,
তারই আমার পশ্চাতে হয়
খেয়েছি খুব ধরা।
রচনাকালঃ
২৯/০৬/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
বন্ধু বিচ্ছেদ,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
শুভ কামনা প্রিয় কবিবরেষু জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ দিন।
loading...
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
loading...