৪+৪/৪+২
ভরা যখন বন বনানী
পাখির কলতানে,
মনটা জুড়ায় খুকুর তখন
আনন্দ হয় প্রাণে।
ডালে ডালে পাখি বসে
দেখে জুড়ায় আঁখি,
তাই না দেখে খুকু বলে
আনন্দ কই রাখি।
টিয়া ময়না কোকিল ঘুঘু
আরো পাখি কত,
তাদের সাথে গল্প করতে
খুকুর ইচ্ছে শত।
কিচিরমিচির শব্দ গুলো
মধুর লাগে কানে,
কাটবে সময় খুকুমণির
পাখির সাথে গানে।
খুকুমণির ইচ্ছে করে
পাখির মতো গাবে,
তারই জন্য বাঁশ বাগানে
প্রতিদিন সে যাবে।
রচনাকালঃ
০১/১০/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
পাখির গানে মুগ্ধ,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
শুভেচ্ছা রইলো কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
loading...
সুন্দর মন্তব্য করেছেন প্রিয় কবি।
শুভকামনা রইল সদা।।
loading...