৪+৪/৪+২
মেতে আছো নতুন প্রেমে
নতুন জনকে পেয়ে,
তোমার আশা আজও আমি
থাকি পথটা চেয়ে।
ইচ্ছে খুশি শাস্তি দিতে
নিতাম মাথা পেতে,
সুখে আছো এখন তুমি
অন্যের প্রেমে মেতে।
তোমার জন্য বুকে আমার
আগুন জ্বলে তবে,
ধোঁকা দিয়ে চলে গেলে
তুমি সেই যে কবে।
আমার মনটা তোমার জন্য
কাঁদে প্রতি ক্ষণে,
আজও প্রিয়া আছো তুমি
আমার প্রাণে মনে।
তুমি আমার জীবন নদে
ছিলে সুখে ভেলা,
মন আনন্দে তোমায় নিয়ে
করছি কত খেলা।
প্রেম অনলে পুড়ে ভস্ম
আমার হৃদয় তবু,
কেন তুমি এমন করো
জানে শুধু প্রভু।
রচনাকালঃ
০৪/০৯/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
প্রেমের আগুন,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
খুব সুন্দর লাগল কবি
loading...
অনেক সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
loading...
শুভেচ্ছা রইলো কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
loading...