৬+৬/৬+৫ মাত্রা বৃত্ত ছন্দ
জিনা ব্যভিচার সমাজ থেকেই
দূর করতে সবাই চাও
সাবালক ছেলে মেয়ে হলে পরে
তাদের বিবাহ তবেই দাও।
তাহলে সমাজ থেকে কমে যাবে
জিনা ব্যভিচার অবৈধ প্রেম,
জীবন নদীতে শুরু করবে যে
নতুন নতুন স্বপ্ন গেম।
ধরার বুকতে নানা ব্যভিচার
দেরিতে বিবাহ এর জন্য,
যৌবন প্রাপ্ত হলে পরে মনে
তাড়াতাড়ি করে বিবাহ ধন্য।
বিবাহ তো হলো আল্লাহ বিধান
মেনে চলো এটা ধরার সবে,
আল্লাহ বিধান ভঙ্গ করলে
শাস্তি পাবো তো সবে ও তবে।
বিবাহ করলে তবে পাপাচার
হয় না তো এই ধরার বুকে,
সবাই তো কভু আল্লাহ বিধান
মানো তাহলে ই থাকবে সুখে।
রচনাকালঃ
১২/০৮/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
বিবাহ,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সবই দেখলাম ছন্দময় কিন্তু দেশ জাতির ছন্দ হচ্ছে না কবি দা
loading...
বিবাহ করলে তবে পাপাচার
হয় না তো এই ধরার বুকে,
সবাই তো কভু আল্লাহ বিধান
মানো তাহলে ই থাকবে সুখে।
loading...
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
loading...